দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে দালাল চক্রের হাতে নাজেহাল হন নি এমন মানুষ খুব কমই আছেন । একের পর এক নিয়ম পালন করার পরেও অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয় ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীর । এবার সেই অসুবিধাগুলি দূর হতে চলেছে । আরটিও অফিস না গিয়ে কিম্বা লম্বা লাইনে না দাড়িয়েও ঘরে বসে পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স ।
শুক্রবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক থেকে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । সেখানে ড্রাইভিং লাইসেন্স ছাড়াও আরও ১৮টি পরিষেবা পাওয়া যাবে । এই পরিষেবাগুলি পাবার জন্য পূর্বে সংশ্লিষ্ট আরটিও অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হত । এবার ঘরে বসেই অনলাইনে আবেদন করে সেই পরিষেবা পাওয়া যাবে । তবে বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত পরিষেবা আধার-প্রমাণীকরণ ভিত্তিক (Aadhaar Authentication) হতে হবে ।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অফসিয়াল টুইটারে বলা হয়েছে, “ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পর্কিত কয়েকটি পরিষেবা সম্পূর্ণ অনলাইনে করা হয়েছে। এখন আরটিওতে না গিয়ে এই পরিষেবাগুলি পাওয়া যাবে। আধার প্রমাণীকরণের মাধ্যমে যে কেউ সুবিধা পেতে পারেন এই যোগাযোগহীন পরিষেবাগুলি। এতে নাগরিকদের বাড়তি চাপ হ্রাস করবে, এবং তাদের এই ঝামেলা মুক্ত পদ্ধতিতে পূর্বের থেকে অনেক সহজে সরকারী পরিষেবা পেতে সাহায্য করবে ।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে আরটিও অফিসের সামনে লাইনে না দাড়িয়েও শুধুমাত্র অনলাইনে আবেদনের মাধ্যমে যে যে পরিষেবা পাওয়া যাবে সেগুলি এক নজরে দেখা যাক –
- লার্নার্স লাইসেন্সের আবেদন করতে পারবেন ।
- ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে লাইসেন্স রিনিউ করা যাবে ।
- যদি লাইসেন্স নষ্ট বা হারিয়ে যায় তাহলে ডুপলিকেট ড্রাইভিং লাইসেন্সের আবেদন ।
- লাইসেন্স আপডেট অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনালাইনে করা যাবে ।
- ইন্টারন্যাশানাল ড্রাইভিং পারমিট করা যাবে ।
- লাইসেন্স থেকে এক শ্রেণির গাড়ির সারেন্ডার ।
- মোটর গাড়ির অস্থায়ী রেজিস্ট্রেশনের জন্য আবেদন ।
- সম্পূর্ণ বডিযুক্ত মোটর ভিহেকল-এর রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন।
- ডুপলিকেট রেজিস্ট্রশন সার্টিফিকেট ইশু করার আবেদন ।
- সার্টিফিকেটের জন্য NOC (No Objection Certificate)-র জন্য আবেদন .
- গাড়ি বিক্রি করার সময় গাড়ির মালিকানা হস্তান্তর বিজ্ঞপ্তি ।
- গাড়ির মালিকানা স্থানান্তর করার জন্য আবেদন ।
- রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ঠিকানা পরিবর্তনের তদন্ত ।
- ড্রাইভার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ড্রাইভার প্রশিক্ষণের জন্য জন্য আবেদন ।
- কূটনৈতিক কর্তার মোটর গাড়ি রেজিস্ট্রেশনের জন্য আবেদন ।
- একজন কূটনীতিক কর্তার মোটর গাড়ির নতুন রেজিস্ট্রেশন মার্ক বরাদ্দের জন্য আবেদন ।
- ভাড়া-ক্রয় চুক্তির অনুমোদন ।
- ভাড়া-ক্রয় চুক্তির সমাপ্তি ।