দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ নতুন বছরের শুরুতেই সাধারন গ্রাহকের মনে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে । বিশেষ করে হোয়াটসঅ্যাপের নতুন পলিসি নিয়ে অনেকেই সন্দেহ করছেন, এবার হয়ত ব্যাক্তিগত তথ্যের কোন সুরক্ষা থাকবে না । এবার ব্যাক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে নয়া ঘোষণা করল সুপ্রিম কোর্ট ।
হোয়াটসঅ্যাপের নতুন পলিসি নিয়ে নতুন বছরের শুরু থেকেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে । নিজেদের তথ্য সুরক্ষা করার জন্য জল গড়িয়েছে আদালত পর্যন্ত । হোয়াটসঅ্যাপ নিয়ে কেন্দ্রীয় সরকার দাবী করেছে, বর্তমানে হোয়াটসঅ্যাপ বৈষম্যমূলক আচরণ করছে। গ্রাহককে তাদের নতুন পলিসি গ্রহণ করতে একপ্রকার বাধ্য করা হচ্ছে । আর এই নয়া পলিসিতে গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য সুরক্ষা এবং তার নিরাপত্তার দিকের কোন স্বচ্ছতা থাকছে না । হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম চলতি মাসের ৮ তারিখ থেকে চালু হবার কথা থাকলেও কোর্টের নির্দেশে আগামী তিন মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
দেখা গেছে, হোয়াটসঅ্যাপের নতুন পলিসি নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিঠির মাধ্যমে তাদের অনুরোধ করা হয়েছে, ভারতীয় গ্রাহকদের জন্য এই নতুন নিয়ম চালু না করতে । এছাড়া এই নয়া নিয়মে তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা কতটা সুরক্ষিত থাকবে সে বিষয় নিয়েও একাধিক প্রশ্ন করা হয়েছে । এদিকে হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম গ্রহণ করলে তবেই ব্যবহার করা যাবে, নচেৎ অ্যাকাউন্ট থেকে বাদ যাবে নাম – এই রকম শর্ত আরোপ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ।
হোয়াটসঅ্যাপের নতুন পলিসি আপডেট করার নোটিশ পাওয়ার পর অনেকেই নিজেদের ব্যাক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল । এমনকি অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লোজ করে টেলিগ্রাম কিম্বা অন্য মাধ্যমে চলে গেছিল । সেসময় চাপের মুখে হোয়াটসঅ্যাপ জানায়, তাঁরা তাদের গ্রাহকদের তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করবে না । এমনকি হোয়াটসঅ্যাপ গ্রাহকদের নাম, ফোন নম্বরও ফেসবুকে দেওয়া হবে না । এছাড়া তাঁরা এটাও জানায়, গ্রাহকদের ব্যাক্তিগত আলাপচারিতায় তারা এমনিতেও নাক গলায় না ।
এদিকে ভারত সরকারের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়, যেখানে ইউরোপীয় গ্রাহকদের কোনও তথ্য ফেসবুক কিম্বা অন্য কোনও সংস্থাকে দেওয়া হবে না, সেখানে ভারতীয়দের ক্ষেত্রে আলাদা নিয়ম হবে কেন ? অবশেষে কোর্টের নির্দেশে ফের নতুন করে সিদ্ধান্ত নেবার জন্য তিন মাসের স্থগিত আদেশ করা হল ।