দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর করোনা আতঙ্ক দূর হতে চলেছে, বাজারে এসেছে করোনা ভ্যাকসিন । গোটা বিশ্বের মানুষ অপেক্ষা করে আছেন কবে নিজেদের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ হবে ! কিন্ত এরই মধ্যে করোনা ভ্যাকসিন নিয়েই ফের দ্বিধা-দ্বন্দ্বে শুরু হয়েছে । আর সেটি হল এই ভ্যাকসিন মানব শরীরে নিরাপদ ত !
সম্প্রতি করোনা ভ্যাকসিন নিয়ে অভিযোগ শোনা গেছে ইসরায়েলে । সেখানে অন্তত ১৩ জনের সামান্য হলেও ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে । দেখা গেছে এরা প্রত্যেকেই করোনা ভ্যাকসিন নিয়েছে । স্বভাবতই আশঙ্কা করা হচ্ছে করোনা ভ্যাকসিনের সাইড এফেক্ট নিয়ে ।
WION -এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনার কথা জানিয়েছে । এমন কি তারা আরও জানিয়েছে, করোনা ভ্যাকসিন শরীরে নেওয়ার পর এ ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া হবার ঘটনা আরও বাড়তে পারে । এই ঘটনার পর অনেক বিজ্ঞানী পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে এমন ব্যাক্তিদের শরীরে দ্বিতীয়বার ভ্যাকসিন প্রয়োগ করতে শঙ্কিত হয়ে পড়ছেন ।
এদিকে, পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে এমন একজন ব্যাক্তি, ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়নেটকে বলেন, ‘করোনা ভ্যাকসিন শরীরে গ্রহণ করার পর অন্তত ২৮ ঘণ্টা আমার মুখমণ্ডল বিকৃত ছিল। তবে এরপর সেরে গেছে’ । ইসরায়েল ছাড়াও নরওয়েতে ফাইরাজের টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যর ঘটনা বিশ্ববাসীকে আরও বেশী আতংকিত করে তুলেছে । যদিও মারা যাওয়া ব্যাক্তিদের সবার বয়স ৮০ বছরের বেশী ছিল ।
শুধু ইসরায়েলে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে তা নয় । বিশ্বের আরও বেশ কিছু দেশে করোনা ভ্যাকসিন নেবার পর আলাদা আলাদা প্রতিক্রিয়া দেখা গেছে । ভারতে শনিবার করোনা ভ্যাকসিন নেবার পর শুধু মাত্র দিল্লি থেকেই ৫১ জনের শরীরে সামান্য এবং একজনের গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে । NDTV জানিয়েছে, করোনা ভ্যাকসিন নেবার ২৪ ঘণ্টা পর ভারতে একজনের মৃত্যু হয়েছে ।