দেশে বাড়ছে বার্ড ফ্লু সংক্রমণ! রাজ্য স্বাস্থ্য দপ্তর ঘোষণা করল একগুচ্ছ নির্দেশিকা
দেশে বাড়ছে বার্ড ফ্লু সংক্রমণ! রাজ্য স্বাস্থ্য দপ্তর ঘোষণা করল একগুচ্ছ নির্দেশিকা

দ্য আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার পাশাপাশি দেশের বেশ কিছু রাজ্যে ক্রমশ বাড়ছে বার্ড ফ্লু । রাজ্যেও পাখিদের মধ্যে বার্ড ফ্লুর উপসর্গ দেখতে পাওয়া গেছে । বার্ড ফ্লু সংক্রমণ নিয়ন্ত্রনে রাজ্য স্বাস্থ্য দপ্তর তড়িঘড়ি ঘোষণা করল একাধিক নির্দেশিকা। দেখে নেওয়া যাক স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকাগুলি –

স্বাস্থ্য দপ্তর থেকে যে নিয়মগুলি ঘোষণা করা হয়েছে তাতে বলা হয়েছে –
১. পোলট্রিতে কাজ করার সময় পরে থাকতে হবে পিপিই। পাশাপাশি সতর্ক থাকতে হবে হাত মুখ নিয়েও। তাই পরতে হবে ফেসশিল্ড বা ফেস মাস্ক ।
২. পোল্ট্রি ফার্মের নিয়মিত পয় পরিষ্কার রাখার দিকে কড়া নজর রাখতে হবে । পোল্ট্রির আশে পাশে কোন জিনিস ফেলে রাখা চলবে না ।
৩. পোল্ট্রি ফার্মে যারা কাজ করছেন সেই কর্মীদের কাজে যোগ দেবার আগে এবং পরে ভাল করে সাবান দিয়ে হাত মুখ ধুতে হবে।
৪. ফার্মে কাজ করার সময় কোন কিছু খাওয়া দাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ ।
৫. ফার্মে কোন হাঁস বা মুরগী মারা গেলে কিম্বা কোন লক্ষন দেখা গেলে সাথে সাথে প্রাণী সম্পদ দপ্তরকে জানাতে হবে । পাশাপাশি জানাতে হবে স্বাস্থ্য দপ্তরকে ।
৬. যেসব কর্মীরা সংক্রমণ এলাকাতে পরিদর্শন করবেন তাদের ইনফ্লুয়েঞ্জা প্রতিশেধক খাওয়া জরুরী ।
৭. মুরগী এবং পাখিদের স্বাস্থ্যের নিয়মিত যত্ন নিতে হবে ।

দেশের বেশ কিছু রাজ্যে ক্রমশ বাড়ছে বার্ড ফ্লু-র আতঙ্ক। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর এখনও পর্যন্ত সাতটি রাজ্য বার্ড ফ্লু সংক্রমণের কথা জানিয়েছে। স্বাস্থ্য দপ্তরের বয়ান অনুযায়ী রাজ্যগুলি হল – উত্তরপ্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, হরিয়ানা এবং গুজরাট। ইতিমধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ রুখতে কেরালার একাধিক জেলায় ইতিমধ্যেই হাঁস-মুরগি নিধন শুরু হয়েছে। এছাড়া, হরিয়ানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সে রাজ্যে প্রায় ১.৬০ লক্ষ পাখি নিধন কড়া হবে ।

এখনও পর্যন্ত বার্ড ফ্লু নিয়ে যে সংবাদ সামনে আসছে তাতে জানা গেছে দেশের রাজধানী দিল্লীতে কয়েক দিন ধরে বেশ কিছু কাকের মৃত্যু ঘিরে আতঙ্ক শুরু হয়েছে ।  কেরালা, হরিয়ানা ও হিমাচলপ্রদেশের বেশ কিছু এলাকা থেকে মুরগীর মড়কের খবর আসছে । করোনার মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ ফের নতুন করে ভাবাচ্ছে কেন্দ্রীয় এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরকে । কেন্দ্র থেকে রাজ্যে সতর্কতা হিসাবে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে জানা গেছে ।