ফের গভীর নিম্নচাপ ! গোটা সপ্তাহ ধরে ঝড়-বৃষ্টির সম্ভবনা
ফের গভীর নিম্নচাপ ! গোটা সপ্তাহ ধরে ঝড়-বৃষ্টির সম্ভবনা

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আবার আকাশে নিম্নচাপের প্রভাব দেখা যাচ্ছে । সকাল থেকেই মাঝে মাঝে আকাশ মেঘের কালো চাদরে ঢেকে যাচ্ছে । আলীপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, একটা নিম্নচাপের প্রভাব শেষ হতে না হতেই, ফের নতুন করে নিম্নচাপ শুরু হতে চলেছে । এর প্রভাবে গোটা সপ্তাহ ধরে, সপ্তাহভর ফের ঝড় বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে ।

আলীপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের নতুন করে একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে । আবহাওয়াবিদরা ধারনা করছেন, এই নিম্নচাপের প্রভাবে দক্ষিনবঙ্গে ব্যাপক হারে বৃষ্টি হতে পারে । হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে,  আজ সহ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে বৃষ্টি শুরু হলেও মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলীপুর থেকে জানানো হয়েছে, এই নিম্নচাপের প্রভাবে  দুই ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত  ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করছে আলিপুর।

শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে । তবে এই কয়দিন উপকুলবর্তী জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । হাওয়া অফিস থেকে আলাদা করে সতর্ক দেওয়া হয়েছে,  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরকে। ভারী বৃষ্টির সর্তকতা কলকাতা, হাওড়া, হুগলি পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায়।