দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার ডেল্টা ভ্যারিয়েণ্ট নিয়ে চিন্তা ত ছিলই, এবার আরও এক নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেল গুজরাটে, নাম কাপ্পা ! শনিবার গুজরাটের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, সেখানে এই নতুন প্রজাতির করোনা এখনও পর্যন্ত ৬ জনের শরীরে পাওয়া গেছে । ফলে নতুন করে বিপদের সুত্রপাত শুরু হল ।
শনিবার গুজরাটে করোনার আরও এক প্রজাতি কাপ্পা ভ্যারিয়েণ্টের খোঁজ মিলেছে । সেখানকার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানা গেছে, মোট ছয় জনের শরীরে এই নতুন প্রজাতির খোঁজ মিলেছে । জামনগরে কাপ্পায় আক্রান্ত তিন জন, গোধরাতে আক্রান্ত দুই জন এবং মেহসানাতে আক্রান্ত এক জন। চলতি বছর মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কোভিড ভ্যারিয়্যান্টের নামকরণ করেছিল।
গুজরাট প্রশাসনের পক্ষ থেকে নতুন প্রজাতি কাপ্পা ভ্যারিয়েণ্ট নিয়ে ইতিমধ্যে চূড়ান্ত সতর্কতা নেওয়া শুরু হয়েছে । ইতিমধ্যে কাপ্পা ভ্যারিয়েণ্টে আক্রান্তদের সংস্পর্শে কারা কারা এসেছিল সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে । গুজরাট ছাড়াও ভারতের উত্তরপ্রদেশে দুজনের শরীরে এবং রাজস্থানে ১১ জনের শরীরে করোনার কাপ্পা ভ্যারিয়েণ্টের খোঁজ মিলেছে ।
কি বলছেন করোনার নতুন প্রজাতি কাপ্পা ভ্যারিয়েণ্ট নিয়ে ? গবেষকদের মতে, করোনার ডেল্টা ভ্যারিয়েণ্টের মতই কাপ্পাও সমানভাবে সংক্রামক। ফলে তিন রাজ্যে এই কাপ্পার আক্রান্ত হবার খবর বেশ উদ্বেগের হয়ে দেখা দিচ্ছে । করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর বর্তমানে বেশ কিছুটা নিয়ন্ত্রনে এসেছে পরিস্থিতি । সংক্রমণের হার এখন আগের তুলনায় অনেক কম ।
বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে আশায় বিধিনিষেধের উপর শিথিলতা আনা শুরু হয়েছে । নতুন করে মানুষ আবার কাজে ফিরছেন । তবে স্বাস্থ্য দপ্তরের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব এখনও শেষ হয়নি । ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে রাজ্যগুলির কাছে নতুন করে নির্দেশিকা পাঠানো হয়েছে । নতুন করে জমায়েত তৈরি করা কিম্বা মাস্ক ছাড়া বাইরে বের হওয়া নিয়েও সতর্ক করা হয়েছে ।