দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বদ্রীনাথ মন্দিরে ঈদের নামাজ পড়া হচ্ছে – এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র বদ্রীনাথ মন্দিরে এভাবে মুসলিমদের নামাজ আদায় করার ভিডিও প্রকাশিত হবার সাথে সাথে বিতর্ক তৈরি হয়েছে । ঘটনার সত্যতা জানার জন্য ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ ।
জানা গেছে, উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত বদ্রীনাথ মন্দিরে ইদের নমাজ পড়া হচ্ছে এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে । এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা দেশে প্রবল উত্তেজনা ছড়াতে শুরু করেছে । ভিডিও প্রকাশিত হতেই এই ঘটনার তদন্ত চেয়ে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল। বুধবার ঈদের দিন থেকে ভাইরাল হয়েছে এই ভিডিও।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বদ্রীনাথ মন্দিরে নামাজ আদায়ের যে ভিডিও প্রকাশিত হয়েছে তার সত্যতা এখনও যাচাই করা হয়নি । তবে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে । এই বিষয়ে স্থানীয় চামোলি জেলার পুলিশ সুপার যশবন্ত সিং চৌহান বলেন, ‘যে সোশ্যাল মিডিয়া পোস্টটি ভাইরাল হয়েছে, তাতে দাবি করা হচ্ছে যে ইদের দিন বহু মুসলিম ধর্মাবলম্বী বদ্রীনাথ মন্দিরে এসে সেখানে নমাজ আদায় করেছেন। ভিডিয়োটি পুলিশেক নজরে আসতেই আমরা তদন্তে নামি। তবে পুলিশ এই বিষয়ে খতিয়ে দেখে প্রাথমিক ভাবে কোনও প্রমাণ পায়নি।’
পুলিশ সুত্রের খবর, বদ্রীনাথ মন্দিরের কাছে হরিন্দর নামে এক কন্ট্র্যাক্টরের অধীনে প্রায় ১৫ জন মুসলিম শ্রমিক কাজ করছিলেন। বুধবার ছিল ঈদের দিন । ঐ দিন তারা বদ্রীনাথ মন্দির থেকে প্রায় ১ কিমি দূরে একটা পার্কিং লটে নামাজ আদায় করেছিলেন। সেই সময় কে বা কারা সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে । ভিডিওটিতে অবশ্য কোন ইমামকে দেখা যায়নি । আপাতত কন্ট্র্যাক্টর এবং শ্রমিকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ।