হাতে পুরানো দিনের ১০ টাকার নোট আছে ! পেতে পারেন ২০-২৫ হাজার টাকা
হাতে পুরানো দিনের ১০ টাকার নোট আছে ! পেতে পারেন ২০-২৫ হাজার টাকা

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ পুরানো টাকার বাজারে অনেকেই আগেরকার দিনের নোট খোঁজ করেন । আর সেই টাকার মূল্য নেহাত কম নয় । করোনা আবহের মধ্যে এই পুরানো নোটের নিলাম না হলেও অনলাইন পোর্টালের মাধ্যমে এখনও এই বাজার সচল। আপনার সংগ্রহে যদি পুরানো দিনের ১০ টাকার নোট থাকে, তাহলে আপনি আনায়াসেই ২০-২৫ হাজার টাকায় সেটি বিক্রি করতে পারবেন ।

অনেকেই আছেন যারা পুরানো দিনের টাকা কিম্বা কয়েন সংগ্রহ করতে ভালবাসেন । আর বাজারে টাকার নোট কিম্বা পুরানো কয়েন হলেও তার দাম অনেক । ব্রিটিশ আমলের ১০ টাকার কোন পুরানো নোট হাতে থাকলেই থাকছে অভাবনীয় সুযোগ। এটা বিক্রি করে আপনি অনায়াসেই পেতে পারেন অনেক টাকা ।

করোনা আবহে লকডাউন চলছে । ফলে পুরানো জিনিস, টাকা কিম্বা অ্যান্টিক পিসের জন্য নিলাম বন্ধ । কিন্তু অনলাইনে এই সব বিক্রি এখনও চালু আছে । অনেক অনলাইন পোর্টাল আছে, যেখানে এই সব জিনিস বিক্রি করে বেশ ভাল টাকা পাওয়া যায় । ইন্ডিয়া মার্ট মা শপিক্যুইলের মত অনলাইন পোর্টালে এইসব জিনিস সহজেই বিক্রি করা যেতে পারে ।

এই মুহূর্তে যদি আপনার কাছে ব্রিটিশ আমলের ১০ টাকার পুরানো নোট কিম্বা কয়েন থেকে থাকে তাহলে এই সব অনলাইন পোর্টালে গিয়ে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন । এই মুহূর্তে পুরানো ১০ টাকার নোটের বাজার মূল্য ২০-২৫ হাজার টাকার কাছাকাছি রয়েছে । সুতরাং আর দেরি কেন, একটু খুঁজে দেখুন, এই ধরনের কোন নোট আপনার সংগ্রহে রয়েছে কিনা !