দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ইতিউতি বৃষ্টি হলেও কমছে না তাপমাত্রা । অস্বস্তি বাড়িয়ে তুলছে ভ্যাপসা গরম । এরই মধ্যে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হচ্ছে । আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, চলতি সপ্তাহেই রাজ্যে ফের দুর্যোগের ঘনঘটা নেমে আসতে পারে । ভারী থেকে অতিভারী বৃষ্টিতে নাজেহাল হতে পারে উত্তরবঙ্গ । পাশাপাশি দক্ষিনবঙ্গের বেশ কিছু এলাকাতেও হতে পারে ভারী বৃষ্টি । জল প্লাবন থেকে শুরু করে ধ্বসের আশঙ্কাও করা হচ্ছে ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই প্যাচপ্যাচে গরমের মধ্যেই ফের বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হচ্ছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে আগামী ২/৩ দিনের মধ্যে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে । এরফলে নদীর জলস্তর বেড়ে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে । এছাড়া পাহাড়ি এলাকায় নামতে পারে ধ্বস । এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার কারনে অস্বস্তি বাড়ছে । আগামী দুই দিন এই অস্বস্তিকর পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না ।
হাওয়া অফিসের সুত্র থেকে জানা যাচ্ছে, যে নিম্নচাপ তৈরি হচ্ছে, সেটি আসলে গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ থেকে বিশাখাপত্তনমের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত সেটি বিস্তৃত হয়েছে । এদিকে প্রতিবেশী রাজ্য অসমের উপরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । নিম্নচাপ এবং এই ঘূর্ণাবর্তের জেরে শনিবার থেকেই রাজ্যে শুরু হবে ভারী থেকে অতিভারি বৃষ্টি ।
এদিকে রাজ্যে করোনার প্রকোপ বেশ কিছুটা কমেছে । কিন্তু গোটা দেশে ফের নতুন করে থাবা বসাতে শুরু করেছে করোনার নতুন ভ্যারিয়েণ্ট ডেল্টা । ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে রাজ্যগুলিতে নয়া নির্দেশিকা পাঠানো হয়েছে । তবে রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় শহরের মেট্রো পরিষেবা খুলে দেবার ঘোষণা করে দেওয়া হয়েছে । তবে এখনও লোকাল ট্রেন চালু করার কথা জানানো হয়নি ।