পাকিস্তান আছে পাকিস্তানেই ! তৈরি হল নোবেলজয়ী মালালা বিরোধী তথ্যচিত্র
পাকিস্তান আছে পাকিস্তানেই ! তৈরি হল নোবেলজয়ী মালালা বিরোধী তথ্যচিত্র

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ পাকিস্তান আছে পাকিস্তানেই ! মালালা ইউসুফজাই (Malala Yousafzai) কে গোটা বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কারে ভূষিতা করলেও পাকিস্তানে তাকে এখনও ‘ইসলাম বিরোধী’ হিসাবে গণ্য করা হয় ! তাইত সেখানে তাকে নিয়ে গর্ব না করে তার বিরোধীতা করে একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে, যার নাম ‘আই অ্যাম নট মালালা’ ।

জানা গেছে, ইমরান খানের পাকিস্তানের ‘অল পাকিস্তান প্রাইভেট স্কুলস অ্যাসোসিয়েশন’ সোমবার প্রকাশ করেছে একটি তথ্য চিত্র। যার নাম ‘আই অ্যাম নট মালালা’ । এই তথ্যচিত্রে সুনিপুনভাবে মালালার ইসলাম ধর্ম এবং বিবাহ সম্পর্কিত মতামত এবং তার পাশাপাশি পাশ্চাত্য ধ্যানধারণার উপর ভিত্তি করে প্রচারকে জোর সমালোচনা করা হয়েছে । এই বিষয়ে সংগঠনটির সভাপতি  কাসিফ মির্জা জানিয়েছেন, ”এই ‘আই অ্যাম নট মালালা’ তথ্যচিত্রের মাধ্যমে আমরা আমাদের দেশের ২ লক্ষ বেসরকারি স্কুলের ২ কোটি পড়ুয়াকে মালালার ইসলাম, বিয়ে ও পশ্চিমি অ্যাজেন্ডা নিয়ে বিতর্কিত মতামত বিষয়ে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি।”

মাত্র ১৪ বছর বয়সে তালিবানদের হাতে গুলিবিদ্ধ হন মালালা । এরপর মারাত্মক আহত অবস্থায় দেশের বাইরে বেরিয়ে আসেন। গোটা বিশ্বের সম্ভ্রম আদায় করার পাশাপাশি নোবেল পুরস্কারও ছিনিয়ে নিয়েছেন । কিন্তু সেই মালালার নিজের দেশ পাকিস্তানেই কেন তাকে নিয়ে এমন একটি তথ্যচিত্র তৈরি করা হল ? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন কাসিফ মির্জা । তিনি উত্তরে জানান,  ”দেশের তরুণ সম্প্রদায়ের সামনে আমরা মালালার মুখোশ খুলে দিতে চাই। যাতে উনি ওঁর ওই তথাকথিত মহিলাদের অধিকার আদায় করার সংগ্রামের গল্প শুনিয়ে ওদের প্রভাবিত না করতে পারেন।”

প্রসঙ্গত নোবেলজয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai) সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন । সেখানে বিবাহ নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন । বিয়ের স্থানে ‘পার্টনারশিপ’কে গুরুত্বদেওয়া মালালার এই মন্তব্যের পর তাকে ‘ইসলাম বিরোধী’ তকমা দিয়েছিল অনেকেই । কেননা, ইসলাম ধর্মের নীতি অনুযায়ী ‘পার্টনারশিপ’ নিষিদ্ধ । এবার তথ্যচিত্রেও সেই ‘ইসলাম বিরোধী’ তকমা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে ।