দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হ্যাকারদের দৌরাত্ম্যে ফের নাজেহাল বাইডেন প্রশাসন । এবার অভিযোগের তীর চীন নয়, রাশিয়ার দিকে । সুত্রের খবর, রাশিয়ার কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ তুলে দেওয়া হয়েছে । কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিক থেকে কোন উত্তর আসেনি । ফলে রাশিয়াকে (Russia) কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US president Joe Biden)।
একের পর হ্যাকারদের সাইবার আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছে আমেরিকাবাসী । তদন্তে নেমে জানা যায়, এই হ্যাকারদের অধিকাংশ রাশিয়ার । এই সংক্রান্ত তথ্য প্রমাণ জোগাড় করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে দেওয়া হয়েছে । কিন্তু রাশিয়া এখনও কোন ব্যবস্থা নেয়নি । ফলে এবার আমেরিকা কড়া বার্তা দিয়েছে । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুশিয়ারি দিয়ে বার্তা দিলেন, ‘সময় চলে যাচ্ছে। এবার সাইবার হ্যাকারদের (Cyber Attack) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক রাশিয়া। এটাই পুতিনের শেষ সুযোগ। নাহলে আমেরিকায় এই হ্যাকিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।’
উল্লেখ্য আমেরিকায় সাইবার হ্যাকিং এখন সাধারণ অপরাধ হিসাবে গণ্য হয় না । বাইডেন হ্যাকিংকে জাতীয় নিরাপত্তার বিপদ বলে জানিয়েছেন । ফলে আগামীদিনে রাশিয়া থেকে কোন ব্যবস্থা নেওয়া না হলে ফের সংঘাতের দিকে মোড় নিতে পারে এই দুই মহাশক্তির মধ্যে । ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে, তার যথেষ্ট প্রমাণ রাশিয়ার হাতে তুলে দেওয়া হয়েথছে। আশা করব রাশিয়ার তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে। না হলে আমেরিকায় সরাসরি ব্যবস্থা নেবে।’
জানা গেছে, গত এক সপ্তাহের মধ্যে রাশিয়ান হ্যাকাররা প্রায় দেড় হাজার সংস্থা, স্কুল, কলেজের সার্ভারের ক্ষতি করেছে । ের আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার হানার খবর পাওয়া গেছে । কিন্তু সেক্ষেত্রে যথেষ্ট প্রমাণ না থাকায় সরাসরি অভিযোগ করা যায়নি । কূটনৈতিক মহলের ধারনা, মার্কিন প্রেসিডেন্টের রাশিয়ার প্রতি এই হুমকি মোটেই হালকাভাবে দেখা উচিৎ নয় ।