আরও কত ভুল স্বীকার করতে হবে বামেদের ! আক্ষেপ সূর্যকান্তের
আরও কত ভুল স্বীকার করতে হবে বামেদের ! আক্ষেপ সূর্যকান্তের

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বাংলার ইতিহাসে এই প্রথমবার বামেরা কোন আসন না পাওয়ায় বিধানসভায় প্রবেশের অনুমতি পাইনি । প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজয়ের পর ‘আত্মসমালোচনা’ করার কথা বলেছিল বাম নেতৃত্ব । কিন্তু দিন যত গেছে, বাংলার মাটিতে তাদের ক্ষমতা ততই কমেছে । এবার একেবারে শুন্য ! রাজ্য সিপিআই(এম) এর সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবার টাই আক্ষেপের সুরেই জানালেন, এখনও অনেক ভুল স্বীকার করা বাকী আছে বামেদের !

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট গঠন করে সিপিএম লড়াই করেছে । কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেছে, তাদের ঝুলিতে একটাও আসন নেই । শতাংশের নিরিখে বিজেপি লোকসভায় প্রাপ্ত ভোট ধরে রাখতে পেরেছে । অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের ভোট অনেক বাড়িয়ে নিয়েছে । এই অতিরিক্ত ভোট বাম-কংগ্রেসের ভোট ব্যাঙ্ক থেকেই এসেছে এমনটা অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের ।

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’, রূপশ্রী, দুয়ারে সরকার প্রভৃতি জনকল্যাণমূলক এবং জনপ্রিয় প্রকল্পগুলির সমালোচনা করা ভুল হয়েছে বলে স্বীকার করেছিল বাম নেতৃত্ব । বিধানসভা নির্বাচনের আগে প্রচারে নেমে ‘হাঁসজারু’র মতো এক অবাস্তব ‘বিজেমূল’ তত্ত্ব আমদানি করতে দেখা গিয়েছিল লাল বাহিনীকে । সেটাও যে ভুল ছিল স্বীকার করে নিলেন সূর্যকান্ত মিশ্র । এবার সেই ভুলের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন রাজ্য সিপিআই(এম) এর সম্পাদক ।

গতকাল সূর্যকান্ত জানিয়েছেন, একুশের ভরা বিপর্যয়য়ের পর থেকেই বহু পরিচিত দলীয় নেতাকর্মীও অশ্রাব্য গালিগালাজ করে তাঁকে চিঠি দিয়েছেন। একের পর এক পরামর্শও এসেছে সেই সাথে । দলের মধ্যেই অনেক নেতা সরাসরি সমালোচনা করেছেন। তিনি জানান, আপাতত এই বিপর্যয়ের কারন পর্যালোচনা করার জন্য সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে । সমর্থকদের কাছ থেকেও পরামর্শ চাওয়া হয়েছিল । কিন্তু যুক্তির পাশাপাশি কিছু কিছু চিঠির ভাষা এতই খারাপ যে তা পড়া যাচ্ছে না। সেখানে দলের নেতৃত্বকে অশ্লীল ভাষায় গালিগালাজও করা হচ্ছে।

প্রকারান্তে এদিন রাজ্য সিপিআই(এম) এর সম্পাদক স্বীকার করে নিলেন ‘বিজেমুল; তত্ত্ব আসলে ভুল ছিল । বিশেষ করে তৃণমূল এবং বিজেপিকে এক ব্র্যাকেটে বসাতে যে ‘বিজেমূল’ তত্ত্ব তুলে ধরা হয়েছিল, সেটি সাধারণ মানুষ মেনে নেননি । তবে তিনি জানিয়েছেন, শুধু একের পর এক ভুল স্বীকার করে দায়িত্ব ঝেড়ে ফেললে হবে না । গত ৩৪ বছরের ক্ষমতাসীন থাকার সময়ে একের পর এক ভুল করে গেছেন সিপিএম নেতৃত্ব । সে সব যে ভুল ছিল, তা স্বীকার না করা পর্যন্ত বাংলায় বামেদের ফের মাথা তুলে দাঁড়ানো বেশ কঠিন বলেই রাজনৈতিক মহলের ধারনা।