দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বাংলাদেশ থেকে এই ভরা বর্ষায় ইলিশের জায়গায় আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আম পেয়ে যথেষ্ট আপ্লূত হলেন এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চিঠি লিখে জানিয়ে দিলেন, ‘আপনার আম পেয়ে খুব ভাল লেগেছে । আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু’হাত ভরে বিলিয়েছি ।’ শুধু মমতা নন, বাংলাদেশের বিখ্যাত ‘হাড়িভাঙ্গা’ আম পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকেও ।
তিস্তা চুক্তি নিয়ে কোন সমাধান না হওয়ায় বাংলাদেশের ইলিশ থেকে বঞ্চিত হয়েছেন এপার বাংলার আপামর বাঙালী । যদিও, প্রতি বছর নিয়ম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলিশ মাছ পাঠিয়ে আসছেন । তবে বেশ কয়েক বছর পরে এবার আম পাঠিয়েছেন । জানা গেছে, বাংলার মুখ্যমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে মোট ২ হাজার ৬০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন হাসিনা ।
বাংলাদেশের রংপুর জেলার বিখ্যাত আম ‘হাড়িভাঙ্গা’ । মুখ্যমন্ত্রী আম পেয়ে খুব খুশি । চিঠির মাধ্যমে তিনি সে কথা পদ্মাপাড়ের নেত্রীকে জানিয়েও দিয়েছেন । তিনি ‘শ্রদ্ধেয় হাসিনা দি’ দিয়ে শুরু করে লিখেছেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙা আমের নাম আমি শুনেছিলাম কিন্তু আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে আমি দু’হাত ভরে বিলিয়েছি।’
এমনিতেই বাংলাদেশে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ভাল হয়েছে । একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশে ভ্যাক্সিন পাঠিয়েছেন । যদিও, ঘাটতি থাকায় চুক্তি অনুযায়ী ভ্যাক্সিন পাঠাতে অসমর্থ হয়েছেন । অন্যদিকে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর, বাংলাদেশ থেকেও করোনা কিটসহ জরুরী ঔষধ পাঠানো হয়েছে ।
আগেও শেখ হাসিনা মমতাকে উদ্দেশ্য করে জানিয়েছিলেন, তিস্তার পানি দিন, বাংলার ইলিশ নিন’ । কিন্তু বাস্তবে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী এগিয়ে এলেও মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানানোয় সেই সমস্যার সমাধান হয়নি । তবে কয়েকবছর পরে ফের আম উপহার পাঠানোয় ‘আম কূটনীতি’কে বিশেষ গুরুত্ব দিচ্ছে দুদেশের কূটনৈতিক মহল।