নরেন্দ্র মোদীর দৈনিক খাবারের বিল ২ লাখ ৪০ হাজার - উপ মুখ্যসচেতক তাপস রায়
নরেন্দ্র মোদীর দৈনিক খাবারের বিল ২ লাখ ৪০ হাজার - উপ মুখ্যসচেতক তাপস রায়

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৈনিক খাবারের জন্য কত টাকা বিল করেন ! টাকার পরিমাণটা চমকে ওঠার মত বড় ! হ্যা, মোদীর প্রতিদিনের খাবারের বিল ২ লাখ ৪০ হাজার টাকা । তৃনমূলের উপ মুখ্যসচেতক তাপস রায় এই তথ্য দিয়েছেন ।

বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে বিধান পরিষদ গঠন করার জন্য দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে গঠনের প্রস্তাব পাশ হয়। সেখানে ভোটাভুটিতে অংশ নেন ২৬৫ জন বিধায়ক । শাসক দলের পক্ষে ভোট পড়েছে ১৯৬ এবং বিরোধী দলের পক্ষ থেকে ৬৯। এই প্রসঙ্গে বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ‘বিধান পরিষদের কোনও প্রয়োজনীয়তা নেই। বিল অনুমোদনের ক্ষেত্রে বিধান পরিষদে সময়ের অপচয় হয়। ৫ বছরে ৬০০ থেকে ৮০০ কোটি টাকা এর জন্য খরচ হবে। এটা অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। তাই আমরা বিরোধিতা করেছি।’

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই সরব হন শাসক দলের উপ মুখ্যসচেতক তাপস রায় । তিনি জানান, ‘মোদিজির জন্য হাজার হাজার কোটি টাকা দিয়ে স্পেশাল ফ্ল্যাইট কেনা হয়। সেটা কি অর্থের অপচয় নয়? যেখানে দেশের মানুষ ঠিক মতো খেতে পায় না, ভ্যাকসিন পায় না সেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিলাসিতা করে বিজেপি সরকার। দিনে ২ লক্ষ ৪০ হাজার টাকা দামের খাবার খান নরেন্দ্র মোদি’ ।

এদিকে প্রথম দিন থেকেই বিরোধী দল বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । বর্তমান বিজেপিকে প্রথম দিনেই ‘ল্যাজ কাঁটা হনু’ র সাথে তুলনা করেছেন তিনি । তিনি জানান, “আমি একটা জায়গায় লড়েছিলাম, ভোট দিতে দেওয়া হয়নি। সব পুলিশ-প্রশাসনকে বদল করেছে, জায়গায় নাম বলব না। বিষয়টি বিচারধীন বলে নাম বলব না। কমিশন মদত না দিলে বিজেপি ৩০টি আসনও পেত না। ৫ তারিখের পরে কটা ঘটনা ঘটেছে, যা হয়েছে কমিশনের সময়। উপযুক্ত জেলা শাসকদের সরিয়ে দিয়েছে বলেই এমন হয়েছে।”