অ্যাকাউন্টে গ্যাসের ভর্তুকির টাকা ঢুকছে না ! কি করবেন জেনে নিন
অ্যাকাউন্টে গ্যাসের ভর্তুকির টাকা ঢুকছে না ! কি করবেন জেনে নিন

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ এবারের বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাসের দাম এবং ভর্তুকির টাকা নিয়ে বেশ অসন্তোষ ছিল । কেন্দ্রীয় সরকারের রান্নার গ্যাস নিয়ে নয়া নীতি অনেকেই মেনে নিতে পারেন নি । অন্যদিকে গত একবছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে হেঁসেলের অতি প্রয়োজনীয় এই জিনিসটির দাম । অনেকেই অভিযোগ করছেন, ব্যাঙ্কে রান্নার গ্যাসের ভর্তুকির টাকা পাচ্ছেন না ঠিক মত ! দেখে নিন এক্ষেত্রে কি করবেন ।

অতিমারি করোনা পরিস্থিতির মধ্যে অনেকের কাজ বন্ধ । অনেকেই আবার পুরো বেতন পাচ্ছেন না । এদিকে রান্নার গ্যাসের দাম যে হারে বেড়েছে, তাতে মহা সংকটে পড়েছেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ । এই অবস্থায় গ্যাসের ভর্তুকির টাকা ব্যাংকে ঢুকছে না অনেকেরই । ফলে সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই । কিন্তু কেন ভর্তুকির টাকা ঠিক মত ব্যাংকে ঢুকছে না ? দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, বাঙ্কের সঙ্গে এলপিজি আধার লিঙ্কিং করা না থাকায় এই সমস্যা তৈরি হচ্ছে । সেই ক্ষেত্রে নিজেদের নিকটতম ডিলারের কাছে গিয়ে আধার লিঙ্কিং করা যেতে পারে।

কেন্দ্রীয় সরকারের রান্নার গ্যাস নিয়ে যে নিয়ম রয়েছে, সেখানে  যাদের বার্ষিক আয় ১০ লাখ বা তার বেশি, তাঁদের ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে । অনেক ক্ষেত্রে,  স্বামী-স্ত্রী দুজনের মিলিত আয় যদি ১০ লাখ হয়, সেক্ষেত্রেও ভর্তুকি পাওয়া যায় না। তবে সমস্যা হল, অধিকাংশ মানুষ জানেন না, তাদের রান্নার গ্যাসের ভর্তুকির টাকা আদৌ অ্যাকাউন্টে জমা হচ্ছে কি না ? আসুন দেখে নেওয়া যাক, কিভাবে সেটি চেক করে দেখা যায় –

  • অনলাইনে নিজে নিজেই আপনি দেখে নিতে পারেন আপনার ভর্তুকির টাকা ঢুকছে কি না । সেক্ষেত্রে প্রথমে অনলাইনে  www.mylpg.in পোর্টালে গিয়ে যে সংস্থার গ্যাস ব্যবহার করেন, সেই সংস্থার সিলিন্ডারের ফটোতে ক্লিক করুন।
  • নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে । সেখানে পেজের ডানদিকে সাইন-ইন এবং নিউ ইউজারের অপশন দেখতে পাবেন। যদি আই ডি থাকে, তাহলে সাই্ন ইন করুন । না থাকলে  নিউ ইউজার উপশনে ক্লিক করুন এবং লগ-ইন করুন।
  • সাইন ইন করার পর নতুন পেজের ডান দিকে আগে কখন, কবে সিলিন্ডার বুক করেছেন তা দেখতে পাবেন। এখানেই ক্লিক করে দেখা যাবে, কোন সিলিন্ডারে কবে এবং কত পরিমাণে ভর্তুকি দেওয়া হয়েছে। যদি কোনও ব্যক্তি ভর্তুকি না পান, তবে সেই অভিযোগও তিনি এখানে জানাতে পারেন।
  • এছাড়াও যদি কোন গ্রাহক নিজের অ্যাকাউন্টের সঙ্গে এলপিজি আইডিটি লিঙ্ক না করে থাকেন, সেক্ষেত্রে নিজেদের ডিস্ট্রিবিউটারের কাছ থেকে এই কাজটি করে নিতে পারেন । এছাড়া কোনও অভিযোগ থাকলে ১৮০০২৩৩৩৫৫৫ টোল ফ্রি নম্বর ব্যবহার করতে পারেন ।