দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাক্সিন কাণ্ডে গোটা রাজ্য তোলপাড় । রাজনৈতিক দলগুলিরও তৎপরতা অনেকটাই বেড়ে গেছে । কিন্তু কসবায় গিয়ে ভ্যাক্সিন নেবার পর এবার অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী । গতকাল ভোর থেকেই পেটে প্রচণ্ড ব্যাথা শুরু হয়েছে । আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর ।
কসবায় কলকাতা কর্পরেশনের পরিচয় দিয়ে ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজন করে দেবাঞ্জন দেব । তিনি নিজেকে আইএএস অফিসার ও জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের পরিচয় দিতেন । আগে বেশ কয়েক জায়গায় সফলভাবে ক্যাম্প করলেও গোল বাঁধে কসবায় । সেখানে সচেতনতা প্রচারে আমন্ত্রণ পেয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী যান এবং নিজের প্রথম ডোজ গ্রহণ করেন । পরবর্তীকালে এসএমএস কিম্বা সার্টিফিকেট না আশায় থানায় অভিযোগ জানান ।
এরপর তদন্তে নেমে দেখা যায় দেবাঞ্জন দেব নামে উক্ত আইএএস অফিসার সম্পূর্ণ জাল । এছাড়া সেখানে ভ্যাক্সিনের নামে যে ডোজ দেওয়া হয়েছে, তা আদতেই ভ্যাক্সিন ছিল না । এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে । যদিও বৃহস্পতিবার মিমি জানিয়েছিলেন, ‘গতকাল থেকে আমার কাছে প্রচুর ফোন আর মেসেজ আসে। সবাই জানতে চায় আমি কেমন আছি। আমি সবাইকে জানাতে চাই, একদম সুস্থ আছি আমি। গতকাল আমার সঙ্গে অনেকে ভ্য়াকসিন নিয়েছিলেন, তবে আমি যদি সুস্থ থাকি, আমার ভরসা আপনারাও সুস্থ থাকবেন। কেবল ভয় পাবেন না। স্যাম্পেল চলে গিয়েছে। আমার মনে হয় ওই ভ্যাকসিনে ক্ষতিকারক পদার্থ কিছু ছিল না। তবে সম্ভবত ভ্যাকসিনও ছিল না। তবে দেবাঞ্জন দেব নামে এই লোকটি আরও অনেকগুলো ক্যাম্প করেছে ইতিমধ্যেই। যাঁরা এমন কোনও ক্যাম্পে ভ্যাকসিন নিয়েছেন তাঁরা কলকাতা কর্পোরেশন বা কাছাকাছি পৌরসভায় যোগাযোগ করুন। পরবর্তী পদক্ষেপ কী তা জানুন। নিজের শরীরের খেয়াল রাখুন।’
কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল শনিবার ভোর থেকেই তিনি অসুস্থ । সুত্রের খবর, আগে থেকেই মিমি চক্রবর্তীর গল ব্লাডারে সমস্যা ছিল। শনিবার ভুয়ো ভ্যাক্সিন কাণ্ডে ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক হবার কথা ছিল মিমির । অসুস্থতার কারনে সেটি অবশ্য বাতিল করা হয় । কসবায় ভাওতা দিয়ে যে ভ্যাক্সিনেশন ক্যাম্প করা হয়েছিল, সেখানে গিয়েই নিজের ভ্যাকসিনের প্রথম ডোজ নেন মিমি।