দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বারবার সময়সীমা বাড়িয়েও এখনও দেশের সব মানুষের প্যান-আধার সংযুক্তি করানো যায়নি। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত সেই সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল । বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে আবার সংযুক্তিকরনের সময় বাড়ানো হল । ৩০ শে জুনের পরিবর্তে আরও তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ।
প্যানের নম্বরের সাথে আধার নম্বর যুক্ত করার জন্য এই পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই নিয়ে চার বার সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে । প্রথমে গত বছর ৩১ মার্চ প্যান-আধার সংযুক্তিকরণের শেষ দিন ঘোষণা করা হয়েছিল । তারপর করোনা পরিস্থিতি বিচার করে গত বছর সেটি ৩০ জুন করা হয় । এরপর আরও দুই পর্যায়ে বাড়িয়ে ৩১ শে মার্চ ২০২১, এবং ৩০ জুন ২০২১ পর্যন্ত করা হয় । এবার সেই সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হল ।
জানা গেছে, চলতি মাসের ৮ তারিখ প্যান এবং আধার নম্বর সংযুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার নতুন পোর্টাল চালু করেছে। আগের তুলনায় প্যান কার্ড ও আধার সংযুক্তির প্রক্রিয়া যথেষ্ট সহজ করার জন্য এই ব্যবস্থা । কিভাবে নতুন ব্যবস্থায় এই দুই নম্বর সংযুক্ত করবেন ?
প্রথমে, কেন্দ্রীয় সরকারের নতুন পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal/-এ ঢুকে সেখানে আধার লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে । এরপর সেখানে প্যান, আধার নম্বর, নাম ও মোবাইল ফোন নম্বরের মতো প্রয়োজনীয় বিস্তারিত পূরণ করতে হবে। সব পূরণ করার পর লিঙ্ক আধারে ক্লিক করতে হবে। যে মোবাইল নম্বর দেওয়া হবে, সেখানে ছয় অঙ্কের একটি OTP আসবে । সেটি বসিয়ে সংযুক্তির প্রক্রিয়া করতে হবে ।