তিন রাজ্যে পাওয়া গেল ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের খোঁজ ! চিন্তা বাড়ছে চিকিৎসক মহলে
তিন রাজ্যে পাওয়া গেল ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের খোঁজ ! চিন্তা বাড়ছে চিকিৎসক মহলে

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার নতুন ভ্যারিয়্যান্ট ডেল্টা প্লাস (Delta Plus Variant)  নিয়ে ফের নয়া আতঙ্ক ছড়াতে শুরু করেছে । দ্বিতীয় ঢেউ সামলে উঠার আগেই তৃতীয় ঢেউ-এর আশঙ্কা দেখা দিয়েছে ।   এবার সেই আতঙ্ক  আরও একটু বাড়িয়ে ভারতে খোঁজ মিলল কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের। আপডেট খবর, এখনও পর্যন্ত দেশের তিন রাজ্যে পাওয়া গিয়েছে অতি সংক্রামক করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের খোঁজ ।

চলতি মাসের ১৬ তারিখ মধ্যপ্রদেশে  ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে আক্রান্ত প্রথম কেসের খোঁজ পাওয়া যায় । তার দুই দিনের মাথায়  কেরল থেকে ৩ টি ও মহারাষ্ট্র থেকে ২১টি ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের আক্রান্তের খোঁজ মিলেছে। যা কিনা স্বাস্থ্য মন্ত্রককে আরও চিন্তা বাড়িয়ে তুলেছে । প্রথম ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের খোঁজ পাবার পর, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পল জানিয়েছিলেন, করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের এক ধরণের রূপান্তরিত রূপ এটি। এই ভ্যারিয়্যান্টে নিয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালুর কথা জানানোর পাশাপাশি এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেও জানিয়েছিলেন তিনি।

এদিকে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের বিষয়ে এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। দেশের বিভিন্ন প্রান্তে আনলক প্রক্রিয়া শুরুর সঙ্গে মানুষের নিয়ম মানতে ঢিলেমির প্রসঙ্গ তুলেই যে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। ফলে করোনার এই নতুন ভ্যারিয়্যান্টকে একদমই হেলাফেলা করা উচিৎ হবে না।

বিশ্বের অন্যান্য দেশেও ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট নিয়ে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে । জানা গেছে,  ব্রিটেনে সম্পূর্ণ আনলক প্রক্রিয়া ঘোষণা করার পরেও পিছিয়ে যাবার কারন এই ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট ।  অনেক বিশেষজ্ঞ ধারনা করছেন, করোনার তৃতীয় ঢেউ আসার পিছনে করোনার এই নতুন প্রকারভেদ দায়ী । উল্লেখ্য, গত সপ্তাহেই মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হাত ধরেই সেখানে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে।