'নিখিল আর আমার বিয়ে আইনত অবৈধ, তাই বিচ্ছেদের প্রশ্ন নেই' -বিস্ফোরক নুসরাত
'নিখিল আর আমার বিয়ে আইনত অবৈধ, তাই বিচ্ছেদের প্রশ্ন নেই' -বিস্ফোরক নুসরাত

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বারবার সংবাদের শিরোনামে আসা নিখিলের সাথে নিজের সম্পর্ক নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরাত জাহান । বুধবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়ে দিলেন, ‘নিখিল আর আমার বিয়ে আইনত অবৈধ, তাই বিচ্ছেদের প্রশ্ন নেই। নিখিলের সঙ্গে আমি লিভ ইন রিলেশনশিপে ছিলাম, যা বহুদিন আগেই শেষ হয়ে গেছে’। শুধু এখানেই না থেমে স্বামী নিখিল জৈনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন টলিউডের এই সুন্দরী অভিনেত্রী ।

ব্যবসায়ী নিখিল জৈনের সাথে তুরস্কের বোদরুমে অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরাত জানাহানের খুব ধুমধাম করে বিয়ে হয়। কিন্তু প্রায় এক বছর ধরে তাদের সম্পর্কের সমীকরণে ছেদ পড়ে । জানা গেছে, অনেকদিন হল তারা আলাদা থাকছেন । ইতিমধ্যে অভিনেত্রীর সাথে সুদর্শন অভিনেতা যশ দাশগুপ্তকে নিয়ে গত কয়েক মাস ধরে জোর গুঞ্জন চলছে । অনেকদিন পর এবার নুসরাত স্বামী নিখিল এবং তার পরিবারের সম্পর্কে একের পর এক মারাত্মক অভিযোগ তুললেন !

অভিনেত্রী জানিয়েছেন, নিখিলের সাথে তুরস্কের বোদরুমে অনুষ্ঠিত বিবাহ নাকি অবৈধ ! এছাড়া বিবাহের পর যখন তিনি আলাদা থেকেছেন, তখনও নিখিল তার টাকা পয়সা এবং দামী গয়না গাটি আটকে রেখেছেন । নুসরাত নিখিল সম্পর্কে জানান,  ‘আমি তাঁকে ব্যবহার করেছি বলে যিনি অভিযোগ করছেন, তিনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছেন। রাতের বেলা অদ্ভুত সময়ে টাকা নিয়েছেন বিচ্ছেদ হওয়ার পরেও। আমি ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি। খুব তাড়াতাড়ি পুলিশেও অভিযোগ দায়ের করব’।

কিন্তু নিখিল কিভাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছে ? এই প্রশ্নের উত্তরে নুসরাত জানিয়েছেন, নিখিল নাকি তার এবং নিজের পরিবারের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাশোনা করতেন । সেই সুবাদে অভিনেত্রীর অজান্তে কিম্বা কোন অনুমতি না নিয়েই সেই টাকা ব্যবহার করেছেন ! এছাড়া, তাঁর নিজস্ব গয়না এবং বিয়ের সময় উপহার হিসাবে পাওয়া বিভিন্ন মূল্যবান সামগ্রী এখনও নিখিল এবং তাঁর পরিবার আটকে রেখেছে !

এদিকে, নুসরাত জাহানের এই অভিযোগের পর নিখিল জৈন জানিয়েছেন, ‘আমি কোনওদিন মন্তব্য করব না ওঁনার (নুসরত) এই অভিযোগ নিয়ে। কারণ এই বিষয়টি আদালতে বিচারাধীন। কোর্টে সিভিল স্যুট দাখিল করা রয়েছে। এবং আইনজীবীরা তাঁদের কাজ করছেন’। এর পর নুসরাতের অভিযোগের ভিত্তিতে গয়না আটক রাখার কথা জিজ্ঞাসা করা হলে নিখিল জানান, ‘ওই সব নিয়ে আমি কিছু বলতে চাই না। আপনারা সবাই জানেন আমি ওর জন্য কী করেছি না করেছি, তাই এই অভিযোগ নিয়ে কিছু বলবার নেই। কোর্টে যা ফাইল করবার আমি সেটা করে দিয়েছি’।