দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা সামলে নিলেও এখনও অব্যাহত । নদীতে ভাসমান মৃত দেহ, শ্মশানের সামনে লম্বা লাইন, ঘরের মধ্যে দীর্ঘসময় ধরে পড়ে থাকা দেহ, অক্সিজেনের অভাবে অসহায়ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়া- এই সব মর্মান্তিক দৃশ্য অতি কষ্টে সামলানো গেছে । কিন্তু শোনা যাচ্ছে, করোনার তৃতীয় ঢেউ আগত প্রায় ! সেই সময় সবচেয়ে বেশী ঝুঁকি থাকবে ছোট ছোট ফুলের মত শিশুদের উপর । শিশুদের উপর এই অতিমারি আঘাত হানলে বাবা-মায়েদের কি অবস্থা হবে, এই ভাবনাটাই অনেক কঠিন হয়ে যাচ্ছে ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশী ভুগিয়েছে অক্সিজেনের অভাব । গোটা দেশে একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে অক্সিজেন প্ল্যান্ট বসানো হচ্ছে । আগামী কিছুদিনের মধ্যে এই সমস্যা অনেকটাই কমে যাবে । কিন্তু চলতি বছরেই যদি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ে, তাহলে কিভাবে সামাল দেওয়া হবে ? প্রশ্ন একটা থেকেই যাচ্ছে । কেননা, বিশেষজ্ঞদের মতে সে সময় সবচেয়ে বেশী আক্রান্ত হবে শিশুরা । এমনিতেই দেশের মধ্যে এখনও চিকিৎসা বেডের অনেক অভাব আছে, শিশুদের ক্ষেত্রে কিন্তু আলাদা করে মা কিম্বা বাবার জন্য আলাদা একটা বেড লাগবে ।
এছাড়া, যে ভাবে বয়স্কদের হাসপাতালে বা সেফ হোমে রাখা সম্ভব, সেভাবে শিশুদের রাখা যাবে না । এদিকে চিকিৎসকদের মতে, করোনার তৃতীয় ঢেউ শীতের সময়ে আছড়ে পড়ার সম্ভবনা প্রবল । ফলে ফাঁকা স্কুল, সরকারী হোম কিম্বা স্টেডিয়ামকে সেফ হোম বানানো হলেও ঠাণ্ডার মধ্যে সেখানে থাকা শিশুদের পক্ষে অনেক কঠিন হবে । বেশিরভাব বাবা-মায়ের একটি সন্তান । এবার যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে তারা সন্তান হারিয়ে পাগল হয়ে যাবেন । ফলে আগামী দিন, যথেষ্ট প্রস্তুতি না নিলে পরিস্থিতি সামাল দিতে আরও কঠিন থেকে কঠিনতর হবে বলে ধারনা করা হচ্ছে ।