হেস্টিংসে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে প্রচুর বোমা ! ফের রাজ্য রাজনীতিতে উত্তেজনা
হেস্টিংসে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে প্রচুর বোমা ! ফের রাজ্য রাজনীতিতে উত্তেজনা

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রচুর বোমা উদ্ধার ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে । শনিবার গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশ ঘটনাস্থল থেকে একটি বস্তার মধ্যে ৫১ টি তাজা বোমা পায় । এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কিম্বা গেরুয়া শিবির থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি । তবে ফের রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়াতে শুরু করেছে ।

শনিবার একটি গোপন সূত্রে সেনা গোয়েন্দা (MI) মারফত কলকাতা পুলিশ জানতে পারে হেস্টিংস চত্বরে কিছু সন্দেহজনক বস্তা পড়ে আছে । এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোট চারটি বস্তার সন্ধান পায় । বস্তা খুলে দেখা যায় সেখানে মোট ৫১ টি তাজা বোমা রাখা আছে । এরপর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে । তারা এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় ।

হেস্টিংস থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এবং বিজেপি কার্যালয়ের সামনে এভাবে তাজা বোমা খুঁজে পাওয়া নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । এদিকে রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যার আসনে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের মত সরকার গঠন করেছে । অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দলের আসনে বিজেপি দল । নির্বাচন পরবর্তী সময়ে দুই দলের মধ্যে অনেক হিংসাত্মক ঘটনা সামনে আসে । এই সময়ে এভাবে একসাথে এতগুলি বোমা উদ্ধার ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ।