আলাপনকে ছাড়লেন না মমতা ! মুখ্যসচিব থেকে মুখ্যউপদেষ্টা করে রাজ্যেই রাখলেন
আলাপনকে ছাড়লেন না মমতা ! মুখ্যসচিব থেকে মুখ্যউপদেষ্টা করে রাজ্যেই রাখলেন

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ কেন্দ্রীয় নির্দেশে দিল্লী না গিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিয়েছেন । এর ফলে মোদী-মমতা লড়াই আবার শুরু হল বলে রাজনৈতিক মহল মনে করছে । মুখ্যসচিবকে বাংলা ছাড়তে দেওয়া হবে না ! মুখ্যমন্ত্রী নিজের কথা রাখলেন । কার্যত সোমবার অবসর নেবার পরেই তাকে নিজের মুখ্যউপদেষ্টা করে নিলেন মমতা । ফলে আরও তিন বছর আলাপন বঙ্গেই থাকছেন ।

৩১ মে সোমবার আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরি জীবনের শেষ দিন ছিল । রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে তাঁর চাকরির মেয়াদকাল আরও ৩ মাস বাড়ানো হয়েছিল । কিন্তু গত শুক্রবার সবাইকে অবাক করে দিয়ে কেন্দ্র থেকে চিঠির মাধ্যমে জানানো হয়, তাকে নর্থ ব্লকে সোমবার সকাল দশটার মধ্যে রিপোর্ট করার কথা । কেন্দ্রীয় এই নির্দেশের বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । জানিয়ে দেন এখনই আলাপনকে ছাড়া যাবে না । শেষ পর্যন্ত মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করে আলাপনকে নিজের ছায়াসঙ্গি করেই রাখলেন ।

সোমবার কেন্দ্র-রাজ্য সংঘাতের নতুন মাত্রা পেল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্তে । কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে তিনি দিল্লী না গিয়ে অবসর নিয়ে মুখ্যমন্ত্রী মমতার মুখ্য উপদেষ্টা হিসাবে যোগ দিলেন । ফলে এখন কেন্দ্রীয় সরকারের অধীনে তিনি কাজ না করে  রাজ্য সরকারের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ বছর অন্তত মুখ্যমন্ত্রীর পাশে তাকে দেখা যাচ্ছে !

এদিকে এই ঘটনায় এবার কেন্দ্রকে টেক্কা দিলেন মমতা । কারন কেন্দ্রের সাথে এই সংঘাতে পুরো খেলাটাই ঘুরিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো । নিজের এক্সটেনশন প্রত্যাহার করে নিয়ে অবসর গ্রহণ করার পরেই আলাপনকে মুখ্যমন্ত্রী তাকে নিজের মুখ্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত করলেন। ফলে দেখা যাচ্ছে, কেন্দ্রর কাছে নত না হয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কিন্তু রাজ্য সরকার নিজের কাছে রেখে দিল । জানা যাচ্ছে, মুখ্যসচিবের এই পদত্যাগের ঘটনা মোদী সরকার সহজে মেনে নেবে না বলেই ওয়াকিমহলের ধারনা ।