কোকেন কাণ্ডে ধৃত রাকেশ সিংয়ের সঙ্গে রাজ্যপালকে জড়িয়ে নিশানা কল্যাণের !
কোকেন কাণ্ডে ধৃত রাকেশ সিংয়ের সঙ্গে রাজ্যপালকে জড়িয়ে নিশানা কল্যাণের !

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ককেন কাণ্ডে ধৃত রাকেশ সিংয়ের সাথে রাজ্যপালের একটি ছবি ঘিরে শুরু হল তুলকালাম! তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরাসরি নিশানা করলেন । সোশ্যাল মিডিয়ায় রাকেশ সিংয়ের সাথে রাজ্যপালের ছবি পোস্ট করে তার উপরে লিখেছেন, ”কোকেন পাচারকারীর সঙ্গে মাননীয় রাজ্যপাল।” 

এবার সোশ্যাল মিডিয়ায় আর রাখঢাকের তোয়াক্কা না করেই সরাসরি রাজ্যপালকে আক্রমণ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ! কোকেন পাচারকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে ধৃত রাকেশ সিং এবং রাজ্যপালের একটি ছবি পোস্ট করেছেন তিনি । সেখানে ছবির উপরে লেখা, ‘কোকেন পাচারকারীর সঙ্গে মাননীয় রাজ্যপাল। রাকেশ সিংয়ের উন্নতি নাকি রাজ্যপাল পদমর্যাদার অবনতি?’ এরপর রাজ্যপালকে ট্যাগ করে ছবিটি পোস্ট করেন তৃণমূল সাংসদ।

 

উল্লেখ্য, রাজ্যপালকে পূর্বেও বেনজিরভাবে আক্রমণ শানাতে দেখা গেছে আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণবাবুকে। সিবিআই নারদা কাণ্ডে জড়িত থাকার অপরাধে শাসক দলের চার মন্ত্রী, বিধায়ককে গ্রেপ্তার করার পর জগদীপ ধনকড়ের বিরুদ্ধে কড়া ভাষা প্রয়োগ করতে দেখা গেছে তাকে । এমনকি, রাজ্যে মেয়াদ শেষ হয়ে গেলে, দেখে নেবার হুমকিও দেন তিনি । জানিয়েছেন, ‘সকলের কাছে আমি অনুরোধ করব, ধনখড়ের বিরুদ্ধে FIR করুন। যেদিন তাঁর মেয়াদ ফুরোবে। সেইদিনই যাতে ব্যবস্থা নেওয়া যেতে পারে।’ 

চার মন্ত্রী- বিধায়কের গ্রেপ্তারির ঘটনা নিয়ে এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এই নাটকের মূলে হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। যদি ফোন কলের তদন্ত হয়, তবে দেখা যাবে এই হেভিওয়েটদের গ্রেফতার করিয়েছেন তিনি। আমি নিশ্চিত রাজ্যপালই হলেন ভিলেন। উনি জেনেবুঝে বাংলার ক্ষতি করছেন। সংবিধান অনুযায়ী, এখন ওনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু সকলের কাছে আমি অনুরোধ করব, ধনখড়ের বিরুদ্ধে FIR করুন। যেদিন তাঁর মেয়াদ ফুরোবে। সেইদিনই যাতে ব্যবস্থা নেওয়া যেতে পারে।’

তবে রাজ্যপালের তরফ থেকেও পাল্টা টুইট করা হয়েছে । সেখানে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদের মন্তব্যের নিন্দা করেছেন । তিনি জানান, ‘সে একজন প্রবীণ নেতা। প্রবীণ সাংসদ। একজন অভিজ্ঞ আইনজীবী। তাঁর মন্তব্যে স্তম্ভিত। তবে পশ্চিমবঙ্গ এবং গণমাধ্যমের সংস্কৃত মানুষদের বিবেচনার জন্য বিষয়টি ছেড়ে দিলেম।’