খুশির খবরঃ গোবরডাঙ্গা হাসপাতালে উদ্বোধন হল অক্সিজেন পার্লার
খুশির খবরঃ গোবরডাঙ্গা হাসপাতালে উদ্বোধন হল অক্সিজেন পার্লার

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ এখনও অব্যহত ! গোটা দেশে সংক্রমণের হার কিছুটা কমলেও রাজ্যের অবস্থা এখনও সঙ্কটজনক । কোভিডের দ্বিতীয় প্রবাহে অক্সিজেনের ঘাটতি একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে । এই অবস্থায় করোনা আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেনের চাহিদা মেটাতে গোবরডাঙা হাসপাতালে খোলা হল অক্সিজেন পার্লার । এখানে ২৪ ঘণ্টাই বিনামূল্যে অক্সিজেন পরিষেবা নিতে পারবেন রোগীরা ।

গোবরডাঙ্গা পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানকার হাসপাতালে ২০ শয্যার অক্সিজেন পার্লার চালু হল। সারা সপ্তাহ জুড়ে দিন রাত খোলা রাখা হবে এই জরুরী অক্সিজেন পরিষেবা । আপাতত পার্লারে ৪টি অক্সিজেন কনসেনট্রেটর রাখা হয়েছে। অক্সিজেনের প্রয়োজন রয়েছে, এমন রোগীরা চিকিত্‍সকের পরামর্শ মতো এই পার্লারে থাকতে পারবেন। গোবরডাঙা পুরসভার তরফে ওই রোগীদের প্রতিদিন তিনবেলা খাবার পরিবেশন করা হবে।

এদিন ২০ শয্যার অক্সিজেন পার্লার উদ্বোধন করেন গোবরডাঙা পুরসভার মুখ্য প্রশাসক সুভাষ দত্ত। উপস্থিত ছিলেন গোবরডাঙা শহর উন্নয়ন কমিটির সভাপতি শঙ্কর দত্ত-সহ একাধিক চিকিত্‍সক এবং স্বাস্থ্যকর্মীরা। উন্নয়ন কমিটির সভাপতি শঙ্কর দত্ত জানান,  ‘অতিমারির এই সঙ্কটে সকলের জন্য এই অক্সিজেন পার্লার খোলা থাকবে।’

এতদিন সংকটজনক অবস্থায় করোনা আক্রান্তদের কলকাতার দিকে নিয়ে আসতে হত । গোবরডাঙ্গার মত প্রত্যন্ত এলাকায় অক্সিজেন পরিষেবা এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে হওয়ায় অত্যন্ত আনন্দিত এলাকাবাসী । রাজ্যে করোনা সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনা এখন সবার শীর্ষে রয়েছে । সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আরও ৬৬ হাজার ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ১৭ হাজার ৮৮৩ জনের রিপোর্ট পজিটিভ ।

ক্তলকাতায় গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১২১ জন। আর প্রাণ হারিয়েছেন ৩৫ জন। উত্তর ২৪ পরগনা জেলায় নতুন করে আরও ৩ হাজার ৭৯৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪৭ জন ।