দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ মাঝে মাত্র একটা দিন । এর পরেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ (Yaas) । ওড়িশা না পশ্চিমবাংলা কোনদিকে ধেয়ে আসবে সে, তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ । যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি চলছে । এদিকে আন্দামান সাগর গতকাল থেকেই ফুঁসছে ! এই অবস্থায় ঠিক কতখানি নিরাপদ কলকাতাবাসী, সেটি কিছুটা স্পষ্ট করল আলিপুর আবহাওয়া দপ্তর ।
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, সমুদ্র উপকুল দিঘা থেকে ঘূর্ণিঝড় যশ (Yaas) এর দূরত্ব এখনও ৬১০ কিমি । ক্রমশ শক্তি বৃদ্ধি করছে সে । সোমবার দুপুরে আলিপুর হাওয়া অফিসের তরফে সাংবাদিক বৈঠক করা হয় । সেখানে জানানো হয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে অনেক বেশী শক্তি সঞ্চয় করবে যশ । আপাতত ঘূর্ণিঝড় যশ (Yaas) র গতিমুখ দেখে ধারনা করা হচ্ছে উত্তর-উত্তর পশ্চিম দিকে যাবে সে । ফলে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে চলেছে, ওড়িশার বালেশ্বর ও পশ্চিমবঙ্গের দিঘা উপকুলে ।
আবহাওয়া দপ্তর থেকে আজ আরও জানানো হয়েছে, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় যশ (Yaas) র সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ থেকে ১৮৫ কিলোমিটার। আছড়ে পড়ার পর কলকাতাকে পাশ কাটিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। ফলে গতবছর আম্ফানের যে প্রভাব কলকাতার উপর পড়েছিল, এবার তেমন প্রভাব পড়ার সম্ভবনা কম । তবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত থেকে রেহাই নেই কলকাতাবাসীর ।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছে, কলকাতায় বেশী প্রভাব না পড়লেও অন্যান্য জেলায় প্রভাব পড়বে । বিশেষ করে, ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবার পথে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলাগুলিতে প্রভাব পড়তে পারে মারাত্মক । ২৬ মে বুধবার ভোরে ঘূর্ণিঝড় পারাদ্বীপ এবং সাগর দ্বীপের কাছে আছড়ে পড়বে। বেশিটাই থাকবে ওড়িশার দিকে। আমাদের রাজ্যে শুধু পূর্ব মেদিনীরপুর ঝড়ের তাণ্ডবের কবলে পড়বে।