বিজেপি কর্মী গ্রেপ্তার ! এবার লাভলির কটাক্ষ দিলীপকে- 'যেমন গুরু, তেমনি শিষ্য'
বিজেপি কর্মী গ্রেপ্তার ! এবার লাভলির কটাক্ষ দিলীপকে- 'যেমন গুরু, তেমনি শিষ্য'

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ শেষ পর্যন্ত অভিনেত্রী এবং তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্র তথা লাভলিকে ফোনে উত্যক্ত করা এবং খুনের হুমকি দেওয়ায় অপরাধে গ্রেপ্তার বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ । এরপরেই সরাসরি গেরুয়া শিবিরের রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন শাসক দলের তারকা বিধায়ক । জানালেন, ‘‘যেমন গুরু, তেমনি শিষ্য’ । 

২০২১ শের বিধানসভা নির্বাচনে সোনারপুর (Sonarpur) দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃনমূলের টিকিটে জয়ী হয়েছেন তারকা প্রার্থী অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্র । সম্প্রতি থানায় অভিযোগ দায়ের করে জানান, প্রথমে তাঁকে ফোন করে উত্যক্ত করে ওই বিজেপি কর্মী। এরপর হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ পাঠাতে থাকে সে। মেসেজ করেও সাড়া না পাওয়ায় তারপর ফোন করে খুনের হুমকি দিতে থাকে সে। অভিযোগ পাওয়ার পর শনিবার সকালেই সৌমেন ঘোষাল নামে ওই বিজেপি কর্মীকে পূর্ব-বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করেছে পুলিশ। কর্মীর এই আচরণ দেখে, ‘গুরু’ রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়লেন না এই নব নির্বাচিত বিধায়ক ।

তৃনমূলের তারকা বিধায়ক লাভলি এদিন জানিয়েছেন,  ‘যেমন গুরু, তেমনি তাঁর শিষ্য! ভোটপ্রচারের সময় এক সাক্ষাত্‍কারে, দিলীপ ঘোষ প্রকাশ্যে শিল্পীদের রগড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে বারমুডা পরতে বলে বিদ্রুপও করেছিলেন। বিজেপি (BJP) নেতা তথাগত রায়ও নিজের দলের মহিলা প্রার্থীদের নগরের নটী বলে সম্বোধন করেছেন। সেই দলের কর্মীদের থেকে আর কী-ই বা আশা করা যায়! এঁদের যোগ্য শিষ্য সৌমেন ঘোষাল। শাসকদলের মহিলা বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অশ্লীল মেসেজ পাঠাচ্ছে। এই ধরণের হুমকিতে আমাকে মোটেই ভয় পাওয়ানো যাবে না।’

শুধু এখানেই না থেমে তিনি আরও জানান, ‘এমন হুমকিতে মোটেই অবাক নই আমি । বিজেপির নেতা-মন্ত্রীরা বিভিন্ন সময়েই মেয়েদের অপমানজনক মন্তব্য করেছেন। তবে, একজন মহিলা বিধায়ক যদি এরকম খুনের হুমকির সম্মুখীন হতে পারেন, তাহলে সাধারণ ঘরের মেয়েরা যে কোনও দিন হেনস্তার শিকার হতে পারেন, সৌমেন ঘোষালদের মতো লোকেদের কাছে। কাজেই শাস্তি না দিলে এঁদের শিক্ষা হবে না ।’