একটি সরকারী উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ বাবুলের হাফপ্যান্ট পরে উপস্থিতি নিয়ে বিতর্ক
একটি সরকারী উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ বাবুলের হাফপ্যান্ট পরে উপস্থিতি নিয়ে বিতর্ক

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সাংসদ বাবুল সুপ্রিয়কে নিয়ে বিতর্ক সৃষ্টি হল । জানা গেছে, তাঁর নিজের কেন্দ্র আসানসোলে রেলের একটি সাবওয়ে উদ্বোধনের সময় তাকে হাফপ্যান্ট পরা অবস্থায় দেখা গেছে । এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে শুরু হয়েছে বিতর্ক । যদিও বাবুল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, এই অভিযোগ ভিত্তিহীন ।

সুত্রের খবর, আসানসোল (Asansol) রেল ডিভিশনে একটি সাবওয়ে তৈরির কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। যা আসানসোল রেলপাড়া ও শহরকে যুক্ত করে। সম্প্রতি তার কাজ শেষ হয়েছে। কিন্তু গোটাদেশের পাশাপাশি রাজ্যেও যেভাবে করোনা পরিস্থিতি যেভাবে বেড়েছে, তাতে অনুষ্ঠান করে উদ্বোধন করা হয়নি। বুধবার সাধারণ মানুষের জন্য সেটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । এদিকে সেদিন সকালে একটি বাইক নিয়ে ওই সাবওয়েতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

স্থানীয় মানুষদের অভিযোগ, সেখানে সাবওয়েতে বাইক নিয়ে ঘুরেই ‘উদ্বোধন’ সম্পন্ন করেন বাবুল । এই পর্যন্ত সব ঠিক থাকলেও, দাবী করা হয়েছে,  সেই সময় তাঁর পরনে ছিল একটি হাফপ্যান্ট ।এই ঘটনা ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। রেলের মত একটি সরকারী অনুষ্ঠানে হাফপ্যান্ট পরা অবস্থায় অংশ নেওয়ায় তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছে মন্ত্রীকে।

এদিকে এই ঘটনায় নিজের সাফাই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন বাবুল সুপ্রিয় । সেখানে তিনি ছবি পোস্ট করে জানান, ‘কোনও উদ্বোধন অনুষ্ঠান হয়নি। কোনও ফিতে কাটিনি। শুধুমাত্র আসানসোলের ডিআরএম -সহ বেশ কয়েকজন আধিকারিকের সঙ্গে দেখা করেছি। কথা বলেছি।’ 

এই ছবিটি পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় ছবিসহ আপডেট দিয়েছেনঃ  https://www.facebook.com/BabulSupriyoOfficial/posts/4131572550218855

কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাঁর পোস্ট করা ছবি নিয়েও কটাক্ষ করে প্রশ্নবান আসতে শুরু করেছে । কেউ কেউ জানিয়েছে, ‘পুরো ছবিটা দিন দাদা… শোনা যাচ্ছে হাফ প্যান্ট পরে গেছিলেন ! পাবলিক দেখুক ওটা ফেক নিউজ কিনা!”