দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ সোমবার নারদা কাণ্ডে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমসহ মোট চার জন হেভিওয়েট তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই । এরপরেই নিজাম প্যালেসের সামনে হাজির হয় কয়েক হাজার তৃণমূল কর্মী ও সমর্থক । সেখানে গ্রেপ্তারির ঘটনায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি জলের বোতল, পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে । এই বিক্ষোভের জেরে শুরু হয়েছে ধরপাকড় । এখনও পর্যন্ত জড়িত থাকার অপরাধে চারজনকে গ্রেপ্তার করল শেক্সপিয়র থানার পুলিশ।
সোমবার সকালে চার মন্ত্রী-বিধায়কের গ্রেপ্তারির ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায় ।পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra), মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) এবং প্রাক্তন তৃণমূল ও বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)। ‘ফিরহাদ-মদন-শোভন-সুব্রত’কে নিজাম প্যালেসের ১৫ তলায় সারাদিন রাখা হয় । এদিকে খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন সেখানে । দাবী জানান, তাকেও গ্রেপ্তার করতে হবে ! এদিকে সিবিআই অফিসের সামনে হাজির হয়ে যায় কয়েক হাজার উত্তেজিত শাসক দলের সমর্থক-কর্মী !
সেখানে সারাদিন চলে টানটান উত্তেজনা । বিক্ষোভ দেখাতে দেখাতে একসময় উত্তেজনা বাড়তে শুরু করে । নিজাম প্যালেসের সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয় । নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ, তাঁদের লক্ষ্য করে বোতল ও পাথর ছোঁড়া হয়। পরে যদিও কলকাতা পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ প্রশমিত হয়। এই ঘটনায় তিনজনকে খিদিরপুর এবং একজনকে বেনিয়াপুকুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মহামারি আইনে মামলা রুজু করা হয়েছে। সূত্রের খবর, নিজাম প্যালেসে বিক্ষোভের ভিডিও ফুটেজ ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছে সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনী।