দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আজ গোটা রাজ্যে তাকিয়ে ছিল কলকাতা হাইকোর্টের দিকে । কিন্তু শেষ পর্যন্ত নারদ মামলায় অভিযুক্ত চার তৃণমূল নেতার জামিন হল না । আগামীকাল দুপুর ২ টোর সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি স্থির হয়েছে । ফলে আজ আর মুক্তি পাচ্ছে না ফিরহাদ হাকিমসহ চার হেভিওয়েট নেতা ।
সোমবার ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়- এই চার তৃণমূল নেতাকে নারদাকাণ্ডে অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয় । সারাদিন নাটকীয়তার মধ্যে থেকে শেষ পর্যন্ত তাদের জামিনের উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট । অবশেষে রাত ১ টায় তাদের নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে । আজ ছিল সেই স্থগিতাদেশ প্রত্যাহার করার শুনানি । দুপুর ২ টায় শুনানির কাজ শুরু হয় । চার তৃণমূল নেতার জামিনের উপর কলকাতা হাইকোর্ট গত সোমবার যে স্থগিতাদেশ জারি করেছিল, তা প্রত্যাহার করার আবেদন জানান তাঁদের আইনজীবীরা। l
অভিযুক্ত চার নেতার পক্ষে সওয়াল করেন অভিষেক মনু সিংভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ লুথরারা। অন্যদিকে সিবিআই-এর হয়ে মূলত সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আদালতে
জামিনের বিরোধিতা করে বার বার গত সোমবার নিজাম প্যালেসের বাইরে যে বিক্ষোভ দেখানো হয়, সেই প্রসঙ্গ তোলা হয়েছে। এছাড়া সেদিন অভিযুক্তদের কাছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি উল্লেখ করা হয় । এ প্রসঙ্গে সিবিআইের পক্ষে তুষার মেহতাঅভিযোগ করেন, মুখ্যমন্ত্রী সিবিআই অফিসে গিয়ে অফিসারদের উপরে চাপ সৃষ্টি করেছেন।এছাড়া, একই ভাবে সেদিন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নিয়েও অভিযোগ করেন তিনি।
অভিযুক্তদের পক্ষে অভিষেক মনু সিংভি সওয়াল করতে গিয়ে জানান, জামিনের আবেদন এবং বিক্ষোভের বিষয় দু’টির মধ্যে যোগাযোগ নেই। যে নেতাদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন বা রয়েছেন। অতীতে সিবিআইকে তদন্তে অসহযোগিতা করার কোন প্রমাণ নেই । এছাড়া সুব্রত মুখোপাধ্যায়ের বয়সের কথা উল্লেখ করে এবং বাকি তিনজনের কো- মর্বিডিটি রয়েছে বলেও জামিনের আবেদন করেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী সিবিআই অফিসে গিয়ে সহকর্মীদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন মাত্র। তিনিও কোনও অশান্তি করেননি।
আজ হাইকোর্টের শুনানির পরে সিবিআইের আইনজীবীর ভুমিকা নিয়ে অভিযোগ উঠেছে । ইচ্ছাকৃত ভাবে শুনানি শেষ করতে দেরি করার কৌশল নেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে সারাদিনের উত্তেজনা আর দুই পক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পরেও জামিন হল না নারদা কাণ্ডে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার চার নেতা । জানা গেছে, এই মুহূর্তে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। প্রেসিডেন্সি জেল হাসপাতালে রয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ।