দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের খবরের শিরোনামে চলে এল গত কয়েকমাস ব্যাপী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চলতে থাকা কৃষক আন্দোলন । এবার সেখানে নাম জড়াল এক বাঙালী তরুণীর । কৃষক আন্দোলনে যোগ দিতে যাবার পথে বছর ২৬ এর এই তরুণীকে কিষাণ সোশ্যাল আর্মির সদস্যদের দ্বারা গণধর্ষিত হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে । ইতিমধ্যে কিষাণ সোশ্যাল আর্মির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ । এই ঘটনার কিছুদিন পরেই উক্ত তরুণী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
দেশ জুড়ে করোনার আবহের মধ্যে রাজধানীতে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে কৃষক আন্দোলন অব্যাহত । কয়েক মাসব্যাপী চলা এই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ যোগ দিয়েছেন । জানা গেছে, বছর ২৬ এর এক বাঙ্গালি সমাজ কর্মী টিকরি সীমান্তে কৃষকদের বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন । সেখানে তাঁর সাথেই ছিলেন কিষাণ সোশ্যাল আর্মির অভিযুক্তরা। সেখানে যাওয়ার পথে সীমান্তের ঠিক আগেই তাকে গণধর্ষণ করা হয় । এই ঘটনার কিছুদিন পরেই তিনি করোনায় আক্রান্ত হন । গত ৩০ এপ্রিল দিল্লির শিবম হাসপাতালে তিনি মারা যান ।
এই ঘটনার কিছুদিন পরেই হরিয়ানার বাহাদুরগড় থানায় অভিযোগ করেন মৃতা তরুণীর বাবা । তিনি থানায় পুলিশকে জানান, এই ঘটনার সব কিছু ফোনে মেয়ে তাকে জানান । অভিযোগ পাবার পরেই স্পেশ্যাল টাস্ক ফোর্স গঠন করেছে হরিয়ানা পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় শুরু হয়েছে । সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। ইতিমধ্যেই মোর্চার টিকরি কমিটির পক্ষ থেকে সেখানকার বিক্ষোভস্থলে থাকা কিষাণ সোশ্যাল আর্মির সমস্ত পতাকা, তাঁবু, প্ল্যাকার্ড খুলে ফেলা হয়েছে। অভিযুক্তদের বিক্ষোভস্থলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জানা গেছে, তদন্ত করে যদি দোষ প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা নেওয়া হবে ।