দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ প্রতিদিন করোনায় মারা যাবার খবর সকলের সামনে আছে । যে কোন মৃত্যু খুবই বেদনার। কিন্তু নিজের প্রিয়জনকে শেষবারের মত একবার দেখতে না পাওয়া বা ঠিকমত সৎকার না করতে পারার যন্ত্রণা আরও মর্মাহত । করোনার শিকার হয়ে যারা নিজদের প্রিয়জনকে এভাবে হারাচ্ছে, এই যন্ত্রণা শুধু তারাই অনুভব করতে পারবেন । এবার দুঃখের মধ্যেই একটা সুখবর দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর । করোনায় আক্তান্তদের মৃতদেহ এবার থেকে পরিজনদের হাতে তুলে দেওয়া হবে, তাদের নিজেদের এলাকাতেই সৎকার করা যাবে ।
রাজ্য স্বাস্থ্য দপ্তর এজ এক নির্দেশিকার মাধ্যমে জানিয়েছে, কোন করোনা আক্রান্তের হাসপাতালে মৃত্যু হলে পরিজনরা চাইলে সেই মৃতদেহ তাদের হাতে তুলে দেওয়া যাবে । তবে এক্ষেত্রে মৃতদেহ বাড়ি নেওয়া যাবে না । সরাসরি নিজের এলাকার শ্মশান বা কবরস্থানে নিয়ে যেতে হবে । তবে এক্ষেত্রে একটা বিধিনিষেধ জানানো হয়েছে । হাসপাতাল থেকে সরাসরি শ্মশান না কবরস্থানে নিয়ে গেলেও এই পুরো বিষয়টি জানাতে হবে স্থানীয় নোডাল অফিসারকে । তবে আগের নির্দেশিকা মতই, ৬জনের বেশী আত্মিয় সৎকারে উপস্থিত থাকতে পারবেন না । তবে এবার থেকে পিপিই কিট থেকে মাস্ক- সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার ।
করোনায় মারা গেলে মৃত দেহ সৎকারে একটা বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার । সেখানে বলা হয়েছিল, মৃত্যুর তিন ঘণ্টার মধ্যে সৎকারের ব্যবস্থা করতে হবে । কিন্তু গত একমাস ধরে দেখা যাচ্ছে সেই নির্দেশিকা ঠিকমত মানা হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে । কোন কোন ক্ষেত্রে একদিনও পার হতে দেখা গেছে । এছাড়া অনেক জায়গাতেই মৃতদেহ সৎকারে আপত্তি তুলতে দেখা গেছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের । এবার করোনায় মারা গেলে মৃতের আত্মীয়দের এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি দিতেই এই নয়া নির্দেশিকা জারি ।