রাজ্য স্বাস্থ্যদপ্তর করোনায় মারা গেলে দেহ আত্মীয়দের হাতে তুলে দেবার নির্দেশ দিল
রাজ্য স্বাস্থ্যদপ্তর করোনায় মারা গেলে দেহ আত্মীয়দের হাতে তুলে দেবার নির্দেশ দিল

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ প্রতিদিন করোনায় মারা যাবার খবর সকলের সামনে আছে । যে কোন মৃত্যু খুবই বেদনার। কিন্তু নিজের প্রিয়জনকে শেষবারের মত একবার দেখতে না পাওয়া বা ঠিকমত সৎকার না করতে পারার যন্ত্রণা আরও মর্মাহত । করোনার শিকার হয়ে যারা নিজদের প্রিয়জনকে এভাবে হারাচ্ছে, এই যন্ত্রণা শুধু তারাই অনুভব করতে পারবেন । এবার দুঃখের মধ্যেই একটা সুখবর দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর । করোনায় আক্তান্তদের মৃতদেহ এবার থেকে পরিজনদের হাতে তুলে দেওয়া হবে,  তাদের নিজেদের এলাকাতেই সৎকার করা যাবে ।

রাজ্য স্বাস্থ্য দপ্তর এজ এক নির্দেশিকার মাধ্যমে জানিয়েছে, কোন করোনা আক্রান্তের হাসপাতালে মৃত্যু হলে পরিজনরা চাইলে সেই মৃতদেহ তাদের হাতে তুলে দেওয়া যাবে । তবে এক্ষেত্রে মৃতদেহ বাড়ি নেওয়া যাবে না । সরাসরি নিজের এলাকার শ্মশান বা কবরস্থানে নিয়ে যেতে হবে । তবে এক্ষেত্রে একটা বিধিনিষেধ জানানো হয়েছে । হাসপাতাল থেকে সরাসরি শ্মশান না কবরস্থানে নিয়ে গেলেও এই পুরো বিষয়টি জানাতে হবে স্থানীয় নোডাল অফিসারকে । তবে আগের নির্দেশিকা মতই, ৬জনের বেশী আত্মিয় সৎকারে উপস্থিত থাকতে পারবেন না । তবে এবার থেকে পিপিই কিট থেকে মাস্ক- সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার ।

করোনায় মারা গেলে মৃত দেহ সৎকারে একটা বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার । সেখানে বলা হয়েছিল, মৃত্যুর তিন ঘণ্টার মধ্যে সৎকারের ব্যবস্থা করতে হবে । কিন্তু গত একমাস ধরে দেখা যাচ্ছে সেই নির্দেশিকা ঠিকমত মানা হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে । কোন কোন ক্ষেত্রে একদিনও পার হতে দেখা গেছে । এছাড়া অনেক জায়গাতেই মৃতদেহ সৎকারে আপত্তি তুলতে দেখা গেছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের । এবার করোনায় মারা গেলে মৃতের আত্মীয়দের এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি দিতেই এই নয়া নির্দেশিকা জারি ।