দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পিছনে রাজ্যের সরকারী কর্মচারীদের বিপুল সমর্থন রয়েছে । পোস্টাল ব্যালটের মাধ্যেমে যে ভোট হয়েছে তাতে অত্যন্ত খুশি মমতা বন্দ্যোপাধ্যায় । এবার তাদের জন্য খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী । শপথ গ্রহণ করার পরেই রাজ্যের অর্থ দপ্তর বৃহস্পতিবার সরকারী কর্মচারীদের জন্য উৎসব ভাতা তথা অ্যাড হক বোনাস ঘোষণা করলেন। ইদের আগেই এই বোনাস হাতে পেয়ে যাবেন তারা । ফলে সরকারী কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া বইছে ।
গত বছর থেকে গোটা দেশের অর্থনীতি করোনার কবলে ভেঙ্গে পড়ছে । কাজ হারিয়ে লাখ লাখ মানুষ ঘরে বসে আছে । বাংলাও তার ব্যতিক্রম নয় । এই দুর্মূল্যের বাজারে রাজ্য সরকারী কর্মচারীদের খুশি করতে বিপুল পরিমাণে উৎসব ভাতার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী । এই ঘোষণার ফলে, যাদের মাসিক বেতন ৩৬০০০ টাকা, তারা বেতন ছাড়া সাড়ে চার হাজার টাকা, যাদের বেতন ৪৫ হাজার, তারা অতিরিক্ত ১২ হাজার টাকা বোনাস হিসাবে পাবেন । এছাড়া পেনশনধারীরাও একই হারে বোনাস পাবেন । একদিকে খুশির হাওয়া বইলেও এই বোনাস দিতে রাজ্যের ভাঁড়ারে বেশ টান পড়তে পারে !
করোনা পরিস্থিতির মধ্যে ৫ এপ্রিল তৃতীয় বারের মত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই দিনই জানিয়েছিলেন, এখন সবার আগে করোনার নিয়ে চিন্তাভাবনা করাই সরকারের কাজ হবে । কিন্তু এবারের নির্বাচনে সরকারী কর্মচারীদের দিক থেকে যেভাবে সমর্থন পেয়েছেন তিনি, তাতে রীতিমত আপ্লূত ! এই অবস্থায় সরকারী কর্মচারীদের খুশি করাও তার দায়িত্বের মধ্যে পড়ে । আর সরকারী কর্মচারীরা যেন না মনে করে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে নেই ।
তবে শপথ গ্রহণ করার পরেই সরকারী কর্মচারীদের জন্য অ্যাড হক বোনাস ঘোষণা করলেও, বকেয়া ডি এ নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি । অনেকদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কর্মী-সরকার বিবাদ রয়েছে। এখনও রাজ্য সরকারি কর্মচারীরা ৭% ডিএ পান না। নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে ৭% হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেবেন। তবে প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি সরকারী কর্মচারীদের মধ্যে কোন প্রভাব ফেলতে পারেনি । তারা মমতাতেই আস্থা রেখেছেন । বরং তাদের বক্তব্য, তিনি এসেই উত্সব ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আমাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বকেয়া ডিএ নিয়ে যে জটিলতা রয়েছে সেটা অবশ্যই সমাধান করবেন।