শপথ নেবার পরেই সরকারী কর্মচারীদের জন্য উৎসব ভাতা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
শপথ নেবার পরেই সরকারী কর্মচারীদের জন্য উৎসব ভাতা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পিছনে রাজ্যের সরকারী কর্মচারীদের বিপুল সমর্থন রয়েছে । পোস্টাল ব্যালটের মাধ্যেমে যে ভোট হয়েছে তাতে অত্যন্ত খুশি মমতা বন্দ্যোপাধ্যায় । এবার তাদের জন্য খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী । শপথ গ্রহণ করার পরেই রাজ্যের অর্থ দপ্তর বৃহস্পতিবার সরকারী কর্মচারীদের জন্য উৎসব ভাতা তথা অ্যাড হক বোনাস ঘোষণা করলেন। ইদের আগেই এই বোনাস হাতে পেয়ে যাবেন তারা । ফলে সরকারী কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া বইছে ।

গত বছর থেকে গোটা দেশের অর্থনীতি করোনার কবলে ভেঙ্গে পড়ছে । কাজ হারিয়ে লাখ লাখ মানুষ ঘরে বসে আছে । বাংলাও তার ব্যতিক্রম নয় । এই দুর্মূল্যের বাজারে রাজ্য সরকারী কর্মচারীদের খুশি করতে বিপুল পরিমাণে উৎসব ভাতার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী । এই ঘোষণার ফলে,  যাদের মাসিক বেতন ৩৬০০০ টাকা, তারা বেতন ছাড়া সাড়ে চার হাজার টাকা, যাদের বেতন ৪৫ হাজার, তারা অতিরিক্ত ১২ হাজার টাকা বোনাস হিসাবে পাবেন । এছাড়া পেনশনধারীরাও একই হারে বোনাস পাবেন । একদিকে খুশির হাওয়া বইলেও এই বোনাস দিতে রাজ্যের ভাঁড়ারে বেশ টান পড়তে পারে !

করোনা পরিস্থিতির মধ্যে ৫ এপ্রিল তৃতীয় বারের মত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই দিনই জানিয়েছিলেন, এখন সবার আগে করোনার নিয়ে চিন্তাভাবনা করাই সরকারের কাজ হবে । কিন্তু এবারের নির্বাচনে সরকারী কর্মচারীদের দিক থেকে যেভাবে সমর্থন পেয়েছেন তিনি, তাতে রীতিমত আপ্লূত ! এই অবস্থায় সরকারী কর্মচারীদের খুশি করাও তার দায়িত্বের মধ্যে পড়ে । আর সরকারী কর্মচারীরা যেন না মনে করে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে নেই ।

তবে শপথ গ্রহণ করার পরেই সরকারী কর্মচারীদের জন্য অ্যাড হক বোনাস ঘোষণা করলেও, বকেয়া ডি এ নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি । অনেকদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কর্মী-সরকার বিবাদ রয়েছে। এখনও রাজ্য সরকারি কর্মচারীরা ৭% ডিএ পান না। নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে ৭% হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেবেন। তবে প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি সরকারী কর্মচারীদের মধ্যে কোন প্রভাব ফেলতে পারেনি । তারা মমতাতেই আস্থা রেখেছেন । বরং তাদের বক্তব্য,  তিনি এসেই উত্‍সব ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আমাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বকেয়া ডিএ নিয়ে যে জটিলতা রয়েছে সেটা অবশ্যই সমাধান করবেন।