দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার করাল থাবা অবশেষে আইপিএলে ! একের পর এক ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ায় আর ঝুঁকি না নিয়ে এবারের মত এই জনপ্রিয় খেলা বন্ধ ঘোষণা করা হল । ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বন্ধ ঘোষণা করার পিছনে ঠিক কি যুক্তি আছে ব্যাখ্যা করে জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ আইপিএল বন্ধ ঘোষণা নিয়ে জানালেন, আইপিএল-এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের জীবন বাজি রাখতে রাজি নয় বোর্ড। মানুষের জীবনের আগে ক্রিকেট নয় । জনপ্রিয় এবং বর্ণময় ক্রোড়পতি লীগের পিছনে যুক্ত আছেন কয়েক হাজার মানুষ । আছেন ৮ দলের একাধিক দেশি-বিদেশি ক্রিকেটার । তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে চলতি বছরের মত আর আইপিএল চালানো সম্ভব নয় ।
এদিন, আইপিএল স্থগিত ঘোষণা নিয়ে বোর্ড সচিব জয় শাহ জানান, ‘করোনা সঙ্কট এখনও কাটেনি। বরং বেড়েই চলছে। তাই বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল সর্বসম্মত ভাবে প্রতিযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নিল। কারণ আইপিএল-র সঙ্গে জড়িত একাধিক ক্রিকেটার, ম্যাচ আধিকারিক, মাঠ কর্মী, সম্প্রচারকারী চ্যানেলের লোকজনের জীবন বাজি রেখে আমরা আইপিএল আয়োজন করতে রাজি নই। তাই শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নেওয়া হল।’
এবারের আইপিএল শুরু হয়েছিল করোনা সংক্রমণের কথা মাথায় রেখে । এই কারনে সতর্কতামূলকভাবে ক্রিকেটারদের জন্য ব্যবস্থা করা হয়েছিল সুরক্ষিত জৈব বলয় । কিন্তু করোনা মহামারি এমন একটা জায়গায় চলে এসেছে, যেখানে জৈব বলয়ের সুরক্ষাও কাজে আসেনি । একের পর এক ক্রিকেটার আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ এ । একাধিক দল ইতিমধ্যেই আরও কঠোর নিভৃতবাসে । এদিকে নিজেদের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন, বেশ কিছু বিদেশী ক্রিকেটার । আড্যাম জাম্পার কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাইয়ের মতো বিদেশী প্লেয়াররা আগেই নিজেদের দেশে ফিরে গিয়েছিলেন । ফলে এবারের মত আর আইপিএল চালানো সম্ভব হল না ।