দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ‘হেরেও জিতেছেন মমতা’ ! বিজেপির সোনার বাংলা গড়ার স্বপ্ন, স্বপ্নই থেকে গেল । তৃতীয় বারের জন্য বাংলার ক্ষমতায় এলেন মমতা । আগামী ৭ মে শপথ নিতে পারেন তৃণমূল সুপ্রিমো এবং তাঁর মন্ত্রীসভা । ২০১৯ শের লোকসভা নির্বাচনের পর কিছু বিশস্ত ‘দলীয়’ কর্মীদের গদ্দারি ক্ষত বিক্ষত করে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে । এবার সেই কথা মাথায় রেখে মন্ত্রীসভায় হতে পারে ব্যাপক রদবদল ! তৃনমূলের অন্দর মহলেই এই নিয়ে চলছে জল্পনা ।
নন্দীগ্রামে মমতার একদা, ‘একান্ত’ অনুচর শুভেন্দু অধিকারী সামান্য ভোটের ব্যবধানে হারিয়ে দিলেন তাকে । গোলাপের কাঁটার মত এইটুকু দুঃখ ছাড়া রাজ্যের ক্ষমতায় ফের তৃণমূলকে নিয়ে এসেছেন তিনি । কিন্তু এখনই খুশির জোয়ারে গা ভাসাতে রাজী নন তিনি ! ফল প্রকাশের পরেই জানিয়েদিয়েছিলেন, ‘এবারের প্রথম এবং প্রধান কাজ করোনা মোকাবিলা’ । এরই মধ্যে হয়ত ৭ মে মন্ত্রীসভা গঠন করতে চলেছেন তিনি । ‘বিশ্বাসযোগ্য’ বিধায়ক, নতুন ও নবীন মুখের সমাহার নিয়েই হয়ত এবার নেত্রী মন্ত্রীসভা গঠন করতে চলেছেন ।
আজ দলের জয়ী এবং প্রাজিত সমস্ত প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলীয় সূত্রে খবর, সোমবার তৃণমূল ভবনের এই বৈঠকে কলকাতা ও সংলগ্ন জেলার নির্বাচিত বিধায়করা যোগ দেবেন। বাকিরা অংশগ্রহণ করবেন ভার্চুয়ালভাবেই। এরপরই সন্ধ্যে সাতটায় প্রথামাফিক মমতা রাজভবনে যাবেন সরকার গড়ার দাবি জানাতে।
আজকের এই বৈঠকে অনেক কিছুই নির্ভর করতে চলেছে বলে জানা যাচ্ছে । খুব সম্ভবত এই বৈঠকে আগামী পাঁচ বছরের জন্য কাদের মন্ত্রীসভায় আনা হতে পারে সেই আভাস দিতে পারেন মমতা । দেখা গেছে, একসময়ের খুব বিশস্ত এবং কাছের মানুষ পিছন থেকে ছুরি মেরে দল থেকে বেরিয়ে গেছেন । আবার এবার দলে এসেছে বেশ কিছু নতুন মুখ । তাদের মধ্যে কেউ কেউ জয়লাভ করেছেন । বিশেষ করে টলিপাড়া থেকে যেসব তারকা দলীয় টিকিটে জিতেছেন, তাদের কেউ কেউ ঠাই পেতে পারে মন্ত্রীসভায় ।
গোটা দেশের পাশাপাশি রাজ্যেও যেভাবে করোনা সংক্রমণ বেড়েছে, তাতে মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য রাজ্যের কোন নেতাই হয়ত যোগ দিতে পারবেন না । মমতা নিজেই জানিয়েছেন, সবার আগে করোনা মোকাবিলার কথা মাথায় রাখতে । তবে এই অনুষ্ঠান ঘিরে আগ্রহ থাকবে রাজ্য তথা গোটা দেশের । মোদীকে হারিয়ে ক্ষমতায় আসা যে সে কথা নয় !