দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আমেরিকার পর রাশিয়া । করোনা যুদ্ধে ভারতের এই চরম সংকটে রাশিয়া অক্সিজেন কনসেনট্রেটর থেকে শুরু করে ভেন্টিলেটর, কোভিড যুদ্ধের নানা সরঞ্জামই পাঠিয়ে দিল । বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সংকটে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিল রাশিয়া । আজ বৃহস্পতিবার সকালেই দুই রাশিয়ান বিমান ভর্তি সাহায্য এল । এদিকে আজ থেকে আমেরিকাও সাহায্য পাঠাতে শুরু করেছে ।
আজ সকালে ভারতের মাটিতে নামে দুটি রাশিয়ান বিমান । মস্কো থেকে সেই বিমানে ২০টি অক্সিজেন কনসেনট্রেটর, ৭৫টি ভেন্টিলেটর, ১৫০টি বেডসাইড মনিটর ও ওষুধ পাঠিয়েছে রাশিয়া । ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলয় কুদাশেভ জানিয়েছেন, “দু’দেশের মধ্যে যে বিশেষ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেদিকে লক্ষ্য রেখে কোভিড যুদ্ধে ভারতের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।” এদিকে আমেরিকার সাথেও নরেন্দ্র মোদী টেলিফোনে কথা বলার পরেই ১০০ মিলিয়ন ডলারের অক্সিজেন সাহায্য পাঠাচ্ছে জো বাইডেন । একসাথে রাশিয়া এবং আমেরিকা থেকে বন্ধুত্বের প্রতিদান এল ।
নরেন্দ্র মোদীর কূটনৈতিক বুদ্ধির জোরে ভারত আজ রাশিয়া ও আমেরিকাকে এক সুতোয় বাঁধতে পেরেছে । বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনে কথা বলার পর নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছিলেন, ‘করোনা মহামারীর আবহে পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আমরা আলোচনা করেছি। এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া আমাদের সাহায্য করেছে। তার জন্য প্রেসিডেন্ট পুতিনকে আমি ধন্যবাদ জানিয়েছি।’ এদিকে রাশিয়া থেকে করোনা ভ্যাক্সিন স্পুটনিক ভি আসার কথা রয়েছে ।