আজ থেকে ১৮ বছরের উপরে ভ্যাক্সিনের রেজিস্ট্রেশন শুরু । কোথায় কীভাবে করতে হবে দেখে নিন
আজ থেকে ১৮ বছরের উপরে ভ্যাক্সিনের রেজিস্ট্রেশন শুরু । কোথায় কীভাবে করতে হবে দেখে নিন

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনা সুনামির মধ্যে আজ থেকে গোটা দেশে করোনা টিকাকরনের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। ১৮ বছরের বেশী বয়স হলে যে কেউ নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন । কেন্দ্রীয় সরকারের পোর্টালের মাধ্যমে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা নিজদের নাম ভ্যাক্সিনের জন্য লেখাতে পারবেন ।

গত কয়েকদিন ধরে গোটা দেশে করোনা সংক্রমণ তিন লাখের উপরে থাকছে । বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে এখনও করোনা সংক্রমণ সর্বোচ্চ শিখরে অর্থাৎ চরম অবস্থায় পৌঁছায়নি । এর একটাই অর্থ আগামীদিনে এই সংক্রমনের মাত্রা আরও বৃদ্ধি পাবে ।ফলে টিকা করনের বিষয়টা হেলায় উড়িয়ে দেওয়া ঠিক না । তবে যদি করোনা ভ্যাক্সিন নিতে চান, তাহলে কিছু বিষয় সবার আগে মাথায় রাখতে হবে ।

  •  টিকাকরণের অ্যাপয়েন্টমেন্টের বিবরণে যে ফটো আইডি কার্ডটি উল্লেখিত আছে সেটি টিকাকরণের সময় নিয়ে যেতে হবে
  • যদি কোনো কো-মোরডিভিটি থাকে তবে টিকাকরণের সময় মেডিক্যাল সার্টিফিকেটটি নিয়ে যাবেন।
  • অতিরিক্ত কোনো তথ্যের জন্য কো-উইন হেল্পলাইন নম্বর 1075 এ কল করতে পারেন

নিজের এবং পরিবারের অন্যদের নাম রেজিস্ট্রেশন করার জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদিত পোর্টাল Cowin এর মাধ্যমে করতে হবে । আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই অ্যাপের সাহায্যে রেজিস্ট্রেশন করা যাবে ।

  • www.cowin.gov.in ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
  •  মোবাইল নম্বরটি লিখতে হবে। আপনার অ্যাকাউন্ট তৈরি করতে ওই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।
  • ওটিপিটি দিতে হবে এবং ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর রেজিস্ট্রেশন করার জন্যে একটি পেজ খুলে যাবে। এই পেজে, একটি ফটো আইডি প্রুফ বেছে নেওয়ার বিকল্প থাকবে
  • আপনার নাম, বয়স, লিঙ্গ পূরণ করতে হবে এবং একটি পরিচয়পত্র আপলোড করুন।তারপর ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করুন।একবার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে সিস্টেমে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে।
  • রেজিস্টার্ড করা একজন নাগরিক একসঙ্গে আরও কয়েকজনের নাম রেজিস্টার্ড করতে পারে একই পেজ থেকে। সেক্ষেত্রে ‘Add More’ অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর কোন সময়ে টিকা নেবেন সেক্ষেত্রে ‘Schedule appointment’-এ ক্লিক করতে হবে।
  • রাজ্য, জেলা, ব্লক এবং পিন কোড অনুসারে পছন্দসই একটি টিকা কেন্দ্র খুঁজে নিতে হবে।
  • কোন তারিখে টিকা নেবেন তা স্ক্রিনে দেখা যাবে সেখানে ‘book’ বাটনে ক্লিক করতে হবে।
  • রেজিস্টার্ড সম্পূর্ণ হলে একটি মেসেজ আসবে আপনার ফোনে। সেখানে টিকাকরণের সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন।

এছাড়া অ্যানড্রয়েড ফোনের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে । সেক্ষত্রে গুগুল প্লে স্টোর থেকে UMANG App ডাউনলোড করতে হবে । সেখানে রেজিস্ট্রেশন করতে হবে নিজের নাম । UMANG App র হোম পেজে ‘CoWin’ এ গিয়ে এই কাজটি করতে হবে । তারপর উপরের নিয়ম অনুযায়ী আপনার তথ্যগুলি দিলেই হয়ে যাবে ।