দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনা সুনামির মধ্যে আজ থেকে গোটা দেশে করোনা টিকাকরনের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। ১৮ বছরের বেশী বয়স হলে যে কেউ নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন । কেন্দ্রীয় সরকারের পোর্টালের মাধ্যমে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা নিজদের নাম ভ্যাক্সিনের জন্য লেখাতে পারবেন ।
গত কয়েকদিন ধরে গোটা দেশে করোনা সংক্রমণ তিন লাখের উপরে থাকছে । বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে এখনও করোনা সংক্রমণ সর্বোচ্চ শিখরে অর্থাৎ চরম অবস্থায় পৌঁছায়নি । এর একটাই অর্থ আগামীদিনে এই সংক্রমনের মাত্রা আরও বৃদ্ধি পাবে ।ফলে টিকা করনের বিষয়টা হেলায় উড়িয়ে দেওয়া ঠিক না । তবে যদি করোনা ভ্যাক্সিন নিতে চান, তাহলে কিছু বিষয় সবার আগে মাথায় রাখতে হবে ।
- টিকাকরণের অ্যাপয়েন্টমেন্টের বিবরণে যে ফটো আইডি কার্ডটি উল্লেখিত আছে সেটি টিকাকরণের সময় নিয়ে যেতে হবে
- যদি কোনো কো-মোরডিভিটি থাকে তবে টিকাকরণের সময় মেডিক্যাল সার্টিফিকেটটি নিয়ে যাবেন।
- অতিরিক্ত কোনো তথ্যের জন্য কো-উইন হেল্পলাইন নম্বর 1075 এ কল করতে পারেন
নিজের এবং পরিবারের অন্যদের নাম রেজিস্ট্রেশন করার জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদিত পোর্টাল Cowin এর মাধ্যমে করতে হবে । আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই অ্যাপের সাহায্যে রেজিস্ট্রেশন করা যাবে ।
- www.cowin.gov.in ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
- মোবাইল নম্বরটি লিখতে হবে। আপনার অ্যাকাউন্ট তৈরি করতে ওই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।
- ওটিপিটি দিতে হবে এবং ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে।
- তারপর রেজিস্ট্রেশন করার জন্যে একটি পেজ খুলে যাবে। এই পেজে, একটি ফটো আইডি প্রুফ বেছে নেওয়ার বিকল্প থাকবে
- আপনার নাম, বয়স, লিঙ্গ পূরণ করতে হবে এবং একটি পরিচয়পত্র আপলোড করুন।তারপর ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করুন।একবার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে সিস্টেমে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে।
- রেজিস্টার্ড করা একজন নাগরিক একসঙ্গে আরও কয়েকজনের নাম রেজিস্টার্ড করতে পারে একই পেজ থেকে। সেক্ষেত্রে ‘Add More’ অপশনে ক্লিক করতে হবে।
- তারপর কোন সময়ে টিকা নেবেন সেক্ষেত্রে ‘Schedule appointment’-এ ক্লিক করতে হবে।
- রাজ্য, জেলা, ব্লক এবং পিন কোড অনুসারে পছন্দসই একটি টিকা কেন্দ্র খুঁজে নিতে হবে।
- কোন তারিখে টিকা নেবেন তা স্ক্রিনে দেখা যাবে সেখানে ‘book’ বাটনে ক্লিক করতে হবে।
- রেজিস্টার্ড সম্পূর্ণ হলে একটি মেসেজ আসবে আপনার ফোনে। সেখানে টিকাকরণের সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন।
এছাড়া অ্যানড্রয়েড ফোনের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে । সেক্ষত্রে গুগুল প্লে স্টোর থেকে UMANG App ডাউনলোড করতে হবে । সেখানে রেজিস্ট্রেশন করতে হবে নিজের নাম । UMANG App র হোম পেজে ‘CoWin’ এ গিয়ে এই কাজটি করতে হবে । তারপর উপরের নিয়ম অনুযায়ী আপনার তথ্যগুলি দিলেই হয়ে যাবে ।