করোনা প্রভাব ! মঙ্গলবার শিয়ালদহ শাখায় ২৮ জোড়া ট্রেন বাতিল
করোনা প্রভাব ! মঙ্গলবার শিয়ালদহ শাখায় ২৮ জোড়া ট্রেন বাতিল

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । বাদ যায়নি রেল পরিষেবাতেও । গত কয়েকদিন পূর্ব রেলের বেশ কিছু ড্রাইভার, গার্ড এবং কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় শিয়ালদহ শাখায় ২৮ জোড়া ট্রেন বাতিল করতে হল। রেল সুত্রের খবর ইতিমধ্যে ৯০ জন কর্মী, যাদের বেশিরভাগ রেলের চালক এবং গার্ড কোভিড ১৯ এর শিকার । লোকের অভাবে এতগুলি ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ ।

দেশজুড়ে করোনা সংক্রমণ অব্যাহত । গতকালই রাজধানী দিল্লীতে সাত দিনের কড়া লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার । এদিকে রাজ্যেও দিন দিন করোনা সংক্রমণ বেড়ে চলেছে । সরকারী হাসপাতালগুলিতে আগামী ১৫ দিনের জন্য অপারেশন কিম্বা অন্যান্য পরিষেবা বন্ধ করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে বলা হয়েছে । এদিকে সপ্তাহের শুরুতে এতগুলি ট্রেন বাতিল হওয়ায় প্রতিটি ট্রেনে অনেকটাই ভিড় বাড়ার সম্ভবনা রয়েছে ।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের কথা মাথায় রেখে ব্যস্ত সময়ের ট্রেনগুলি বাতিল কড়া হয়নি । অফিসে বা কাজে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হবার কথা নয় । যে ২৮ জোড়া ট্রেন বাতিল কড়া হয়েছে সেগুলির মধ্যে থাকছে, ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, ডানকুনি লোকাল, গোবরডাঙ্গা লোকাল, দত্তপুকুর লোকাল, ও সোনারপুর লোকাল। তবে রেল যতই বলুক নিত্যযাত্রীদের সমস্যা হবে না, কিন্তু সকালের ট্রেনগুলি বাতিল থাকায় ভিড় বাড়ছে অফিস টাইমের ট্রেনগুলিতে ।

এই মুহূর্তে পরিষেবা স্বাভাবিক রাখা বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রেলের কাছে । রেলের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে লকডাউন চালু হতে যত বেশি দেরি হবে, ততই রেলকর্মীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়াবার সম্ভবনা বেশি থাকবে । রেলের পক্ষ থেকে রেল কর্মীদের তাই দ্রুত ভ্যাক্সিন দেবার চিন্তা ভাবনা করা হচ্ছে ।