দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গতকাল থেকেই শুরু হয়েছে বর্ণময় আইপিএল । জনপ্রিয়তার নিরিখে অন্য অনেকের থেকে এগিয়ে কলকাতা নাইট রাইডার । গতবার কেকেআর আশানুরূপ প্রত্যাশা পূর্ণ করতে পারেনি । এবার জানা যাচ্ছে গতবারের তুলনায় কলকাতা অনেকটাই বেশি শক্তিশালী । তবে সেই সাথে দেখে নেওয়া যাক, দুর্বলতাও কোথায় !
আইপিএল গোটা বিশ্বের মধ্যে এমনই একটা বর্ণময় খেলা যেখানে একবার খেলার জন্য তাবড় তাবড় ক্রিকেটাররা মুখিয়ে থাকে। নিজেদের দেশের ম্যাচ মাঝ পথে ছেড়ে দিয়েও অনেক ক্রিকেটারকে দেখা গেছে আইপিএলের হাতছানিতে সাড়া দিতে । এখানে রাতারাতি বিখ্যাত যেমন হওয়া যায়, তেমনি রয়েছে কোটি কোটি টাকার ছড়াছড়ি । তাই ঢাকের কাঠি পড়তেই কোন দলে কতখানি শক্তিশালী তাই নিয়েই শুরু হয়েছে কৌতূহল । এবার দেখে নেওয়া যাক শেষ দফায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এর বিশ্লেষণ ।
আইপিএল ২০২১ শে কেকেআর যে দল নিয়ে নামছে তাতে রয়েছে, দীনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কমলেশ নাগারকেটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, শুভমন গিল, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠী, বরুণ চক্রবর্তী, শাকিব আল হাসান, হরভজন সিং, বেন কাটিং, করুণ নায়ার, পবন নেগি, ভেঙ্কটেশ আইয়ার, শেলডন জ্যাকসন, বৈভব অরোরা।
এরমধ্যে সম্ভাব্য প্রথম একাদশ হতে চলেছে,
১। নীতীশ রানা
২। শুভমন গিল
৩। করুণ নায়ার/রাহুল ত্রিপাঠী
৪। শাকিব/ নারিন
৫। ইয়ন মর্গ্যান (অধিনায়ক)
৬। দীনেশ কার্তিক
৭। আন্দ্রে রাসেল
৮। প্যাট কামিন্স
৯। বরুণ চক্রবর্তী/কুলদীপ
১০। মাভি/হরভজন
১১। প্রসিদ্ধ কৃষ্ণা
উল্লেখ্য কেকেয়ার আইপিএলের ইতিহাসে তৃতীয় সফলতম দল । কিন্তু গত দুই মরশুম কেকেয়ারের ভাগ্য সহায় হয়নি । দু’বারই নেট রান রেটের ভিত্তিতে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাঁদের। এবার তাই রান রেটের গেঁরোয় পড়তে চাইছে না তারা । এবার বাংলাদেশী ক্রিকেটার শাকিব আল হাসানের আগমন দলকে অনেকটাই ব্যালান্স দিচ্ছে। নারিন গতবার নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেন নি । এবার শাকিব সেই শুন্যস্থান অনেকটাই পূর্ণ করবে । অন্যদিকে রাসেলের পরিবর্ত হিসেবেও বেন কাটিংয়ের মতো অভিজ্ঞ অল-রাউন্ডার দলে নিয়ে আসা হয়েছে । এছাড়া, হরভজন সিংয়ের মতো অভিজ্ঞ স্পিনার বরুণ-কুলদীপদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে । ব্যাটিং শক্তি আরও বাড়ানো হয়েছে করুণ নায়ারকে দলে নিয়ে ।