পাকিস্তানীদের জন্য এবার আইপিল বন্ধ , কিন্তু সইদ আফ্রিদি এই কথা বলবেন!
পাকিস্তানীদের জন্য এবার আইপিল বন্ধ , কিন্তু সইদ আফ্রিদি এই কথা বলবেন!

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রিকেটের বর্ণ যে এত রঙ্গিন হতে পারে আইপিএল না হলে বোঝা যেত না ! করোনার মধ্যেও আইপিএল(IPL) নিয়ে উত্তেজনার কোন খামতি নেই । গোটা বিশ্বে এমন কোন ক্রিকেটার নেই, যে আইপিএল(IPL)-এ অংশ নিতে চান না । একদিকে রয়েছে রাতারাতি খ্যাতির শিখরে ওঠার আহ্বান, অন্যদিকে বিশাল অংকের টাকার হাতছানি । উপেক্ষা করা বড়ই দুষ্কর । এই অবস্থায় ভারত-পাকিস্তানের বৈরিতার জন্য এবারের আইপিএল(IPL)এ সুযোগ থাকছে না পাকিস্তানী ক্রিকেটারদের । কিন্তু বিখ্যাত পাকিস্তানী ক্রিকেটার তাই বলে এই কথা বলতে পারেন ?

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক এই মুহূর্তে এমন একটা জায়গায় অবস্থান করছে, তাতে আইপিএল(IPL)এ পাকিস্তানের ক্রিকেটারদের সুযোগ নেই । আইপিএল(IPL)র বর্ণময় হাতছানিতে বিশ্বের অনেক বড় ক্রিকেটারও নিজেদের দেশের খেলা ছেড়ে চলে আসতে চাইবেন । আর এই চলে আসার বিষয় নিয়েই মুখ খুললেন আফ্রিদি । সম্প্রতি  দক্ষিন আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যে তিন দিনের সিরিজ সমাপ্ত হয়েছে ।

এই সিরিজে পাকিস্তান জিতলেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে । কারন সিরিজ চলাকালে দক্ষিন আফ্রিকার বেশ কিছু ক্রিকেটার মাঝ পথে আইপিএল(IPL) খেলার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । সিরিজের দ্বিতীয় ম্যাচের সময় সাউথ আফ্রিকার  তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক, পেসার কাগিসো রাবাদা ও এনরিচ নর্জে বেরিয়ে আসেন । ফলে পাকিস্তানকে খেলতে হয় ভাঙ্গা টিমের বিরুদ্ধে । এই নিয়েও সমালোচনা হয়েছে ।

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আফ্রিদি লেখেন, “দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড কী করে অন্য দেশের সঙ্গে সিরিজ চলার মাঝেই ক্রিকেটারদের আইপিএল খেলতে পাঠিয়ে দেয়! আমি তাদের এই কাণ্ডকারখানা দেখে অবাক। ফ্র্যাঞ্চাইজি লিগ এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাব ফেলতে পারে! এবার কিন্তু এই নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।”