দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে চলছে রাজনৈতিক সংঘাত । কিন্তু যেখানে মানুষের জীবন নিয়ে প্রশ্ন ! সেখানেও এবার রাজনীতি ঢুকে পড়ছে । দেশের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নরেন্দ্রমোদীর ডাকা বৈঠকে সাড়া দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় !
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সাথে সাথে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী । একের পর এক রাজ্য থেকে করোনার প্রকোপ বৃদ্ধি পাবার সংবাদ আসছে । ভারতীয় রেলের পক্ষ থেকে দূরপাল্লার একাধিক ট্রেন ইতিমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে । কিন্তু সবার আগে রাজনীতিকে বসিয়ে ফের মোদী-মমতা সংঘাত প্রকাশ্যে আসছে । নবান্ন সুত্র থেকে জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা । তবে জানা গেছে, মুখ্যমন্ত্রীর জায়গায় এই বৈঠকে মুখ্যসচিব আলাপান বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন ।
রাজ্যে চলছে ২০২১ বিধানসভা নির্বাচন । ইতিমধ্যে ৩য় দফা ভোট শেষ । আজ চতুর্থ দফা ভোটের প্রচার শেষ হচ্ছে । শনিবার ১০ এপ্রিল মোট পাঁচটি জেলার ৪৪ টি বিধানসভা আসনের ভোট গ্রহণ চলচবে । এদিকে রাজ্যেও শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ-এর ধাক্কা । প্রতিদিন ছাপিয়ে যাচ্ছে আগের দিনের সংক্রমণ । কলকাতাসহ দুই পরগনার পরিস্থিতি বেশ উদ্বেগজনক । এই অবস্থায় করোনা বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি অনেকেই মেনে নিতে পারছেন না ।
West Bengal CM Mamata Banerjee unlikely to attend today's meeting called by PM Narendra Modi over Covid situation. Chief Secretary Alapan Bandyopadhyay to attend the meeting with PM Modi: Sources
— ANI (@ANI) April 8, 2021