দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ শনিবার সারদা কাণ্ডে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সদস্য কুনাল ঘোষ এবং সাংসদ শতাব্দী রায়ের কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি । এরপরেই রায়দীঘির সভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অঙ্গীকার করলেন, রাজ্য বিধানসভায় বিজেপি ক্ষমতায় এলে চিটফান্ডের টাকা ফেরত দেবেন !
ইতিমধ্যে ৮ দফা ভোটের মধ্যে দুই দফা ভোট সমাপ্ত । সদ্য সমাপ্ত ভোটে মোট ৬০ টি বিধানসভা আসনের মধ্যে কোন দল কয়টি আসনে জয়লাভ করবে তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ আর তর্জন-গর্জন । আজ রায়দিঘীতে বিজেপির সভামঞ্চ থেকে সারদা কাণ্ডকে তুলে ধরে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললেন শুভেন্দু অধিকারী । একদিকে তৃণমূলকে প্রাইভেট লিমিটেট কম্পানি বলে বিদ্রুপ করলেন তিনি । বিজেপি ক্ষমতায় এলে সমস্ত চিটফান্ডের প্রতারিতদের টাকা ফেরত দেবে বিজেপি।
এদিন সভামঞ্চে দাঁড়িয়ে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তাঁর প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, ‘বেগমকে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছি। আমার ৭৩ শতাংশ, ওঁর ২৭ শতাংশ, এটাই আমার আগাম হিসেব, ২৭ শতাংশ নিয়ে ভাবছেন জিতে যাবেন। কিন্তু বাকি ৭৩ শতাংশ আমার কাছে রয়েছে’। যদিও নন্দীগ্রাম প্রসঙ্গে মমতা দাবী করেছেন, সেখানে তিনিই জিতছেন ।
এদিন ক্ষমতায় এলে সারদা চিট ফান্ডের টাকা ফেরতের অঙ্গীকার করার পাশাপাশি কাটমানি প্রসঙ্গ তোলেন অধিকারী পরিবারের সদস্য । এছাড়া তিনি জানান, রাজ্যে বিজেপি এলে শিল্পের নতুন দরজা খুলবে। সমস্ত শূন্যপদে চাকরি হবে বেকারদের। করোনাকালে যেভাবে রাজ্যবাসীকে বিনামুল্যে রেশন দেওয়া হয়েছে সেই প্রসঙ্গ তোলেন তিনি । তিনি বলেন, রাজ্য ২ টাকা কেজি দরে যে চাল রেশনের মাধ্যমে দেয় সেটা কেন্দ্রীয় সরকারের ভর্তুকি থাকে বলেই সম্ভব । এদিন তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর জুন থেকে ২ টাকা কেজি চাল তো দেওয়া হবেই, সেইসাথে রাজ্যবাসীকে ১ টাকা কেজি গম, ৩ টাকা কেজি লবণ, ৫ টাকা কেজি দরে চিনি দেওয়া হবে।