দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে রেকর্ড আসন পেয়ে ফের ক্ষমতায় তৃণমূল । ভোট প্রচারে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন ক্ষমতায় এলে পরিবার পিছু ৫০০ টাকা দেওয়া হবে । দলীয় ইস্তেহারে দেওয়া সেই প্রতিশ্রুতি পালনে এবার মন্ত্রীসভার সিলমোহর পড়ল !
এবারের বিধানসভা নির্বাচনে দলীয় ইস্তেহারে তৃনমূলের সবচেয়ে বড় চমক ছিল, ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে দেওয়া হবে ৫০০ টাকা । এছাড়া তপশিলি জাতি- উপজাতির ক্ষেত্রে ১০০০ টাকা। সরকার গঠনের প্রথম মাসেই সেই প্রতিশ্রুতি পালন করলেন মুখ্যমন্ত্রী । আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে। এছাড়া ইস্তেহার মোতাবেক উচ্চ শিক্ষার জন্য ছাত্রছাত্রী ১০ লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড এবং দুয়ারে রেশন প্রকল্পের সিলমোহর দেওয়া হয়েছে ।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে সাংবাদিকদের সামনে এই ঘোষণা করলেন । উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় ইস্তেহার প্রকাশ করেছিল শাসক দল । সেখানে রাজ্যের মহিলা ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই পরিবার পিছু এই ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, মহিলাদের হাত খরচার কথা ভেবেই এই ভাতা চালু করবে রাজ্য সরকার। তফশিলি জাতি- উপজাতি ভুক্ত পরিবারের ক্ষেত্রে যা হবে ১০০০ টাকা। মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকার গঠনের পর এক মাসও হয়নি। দলের ইশতাহারে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার কিছুটা রক্ষা করলাম।’
মন্ত্রীসভার অনুমোদন পাবার পর, এবার উচ্চশিক্ষার জন্য রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য ১০ লাখ টাকার ক্রেডিট কার্ড এবং দুয়ারে রেশন প্রকল্পের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানা গেছে । ১০ লাখ টাকার স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য সরকারই গ্যারান্টার থাকবে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, কলকাতা পুলিশে ২৫০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…