দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ঘটনাস্থল কোচবিহারের শীতলকুচি । সেখানে এখন থমথমে পরিবেশ । মাত্র ২৪ ঘণ্টা আগে সেখানে গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা হয়েছে । নির্বাচন কমিশন থেকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে এই ঘটনার রিপোর্ট চেয়ে । ঘটনার সাথে জড়িত থাকতে পারে এমন ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বুধবার কোচবিহারের শীতলকুচিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । নির্বাচনী সভা নির্বিঘ্নে শেষ হলেও বিপত্তি বাঁধে ফেরার পথে । সভাস্থল ছাড়ার পরেই তাঁর গাড়ির উপর হামলা শুরু হয় । বিজেপির পক্ষ থেকে জানা গেছে, দলীয় সভাপতির গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে । দিলীপ ঘোষ জানিয়েছেন, সভাস্থলেই আগ্নেয়াস্ত্র-সহ তৃণমূলের কিছু দুষ্কৃতী তাঁর উপর হামলা করে । তাঁর নিজের গাড়িতে ২ টি বোমা এসে পড়ে । এই ঘটনার পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন ।
নির্বাচন কমিশন এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে নির্দেশ দেয় । বুধবার রাত থেকে তদন্তে নেমে পড়ে পুলিশ । জানা গেছে, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত মোট ১৬ জনকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে । বিজেপির পক্ষ থেকে কলকাতাতেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ দেখানো হয় । বিজেপি লোকসভা সাংসদ সৌমিত্র খাঁ দলীয় কর্মীদের সাথে কলকাতায় কমিশনের সামনে ধর্নায় বসেন ।
দিলীপ ঘোষের গাড়ির কনভয়ে হামলার পরেও কোচবিহারের শীতলকুচিতে সারারাত ধরে বোমাবাজির খবর পাওয়া গেছে । গভীর রাত পর্যন্ত তৃণমূল এবং বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে । দুই দলের অনেকের বাড়ি ঘর ভাঙচুর হয়েছে । পুলিশ রাত থেকেই এলাকা তল্লাশির কাজ শুরু হয়েছে । নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘটনার জের হিসাবে কোচবিহার জেলাতে ১৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ।