দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ দেশের কৃষকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে ৬ হাজার ! এবার কেন্দ্রকে টেক্কা দিয়ে রাজ্য সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পে ১০ হাজার টাকার আর্থিক সুবিধার কথা ঘোষণা করা হল । রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রীর ‘পিএম কিসান’ বনাম রাজ্যের ‘কৃষক বন্ধু’ প্রকল্প নিয়ে অনেক বাক যুদ্ধ হয়েছে । এবার আর্থিক সুবিধার নিরিখে কেন্দ্রকে ছাপিয়ে গেল রাজ্য !
২১ শের বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের সুবিধার জন্য রাজ্য সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পে সাহায্যের পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । ফল প্রকাশের এক মাসের মধ্যে এবার সেই প্রতিশ্রুতি রাখতে চলেছে মমতা সরকার । বৃহস্পতিবার মমতার মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘কৃষক বন্ধু’ প্রকল্পে যে সমস্ত কৃষক বছরে ৬ হাজার টাকার আর্থিক সুবিধা ভোগ করছিলেন, তাদের এবার থেকে ১০ হাজার টাকা দেওয়া হবে ।
বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের দাবী ছিল, রাজ্যে কেন্দ্রের ‘পি এম কিষান’ প্রকল্প চালু না করে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে রাজ্যের কৃষকদের বঞ্চিত করে আসছেন । শাসক দলের পক্ষ থেকে দাবী করা হয়, কেন্দ্রীয় প্রকল্পের তুলনায় রাজ্যের কৃষক বন্ধুই সেরা প্রকল্প । এবার মমতার মন্ত্রীসভা কৃষকদের জন্য আর্থিক অনুদান বাড়ানোর অনুমোদন দেওয়ায়, কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকল্পকে ছাপিয়ে গেল।
নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের অধীনে যে সমস্ত কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি, তাঁরা বছরে দু’বার পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে, যাদের জমির পরিমাণ এক একর থেকে কম, তারা বছরে দুইবার ২ হাজার টাকা করে পাবেন । এছাড়া, আগের মতোই কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার অকাল মৃত্যু হলে পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। জানা গেছে, ইতিমধ্যে, পিএম কিসানের আওতায় থাকা উপভোক্তাদের নামের তালিকা যাচাই করে কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই প্রকল্পের জন্য নোডাল ব্যাঙ্ক বাছাই এবং বাকি সব নিয়ম সম্পন্ন হয়েছে।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…