অন্যান্য

এন কে মণ্ডলের নতুন উপন্যাস – সুন্দরী কন্যা (প্রথম পর্ব)

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বর্তমান কালের একজন তরুণ লেখক এন কে মণ্ডলের লেখনী থেকে এবার প্রকাশিত হতে চলেছে নতুন উপন্যাস ‘সুন্দরী কন্যা’ । উপন্যাসটি বেশ কয়েকটি পর্বে সমাপ্ত । আজ থেকে ধারাবাহিকভাবে ‘সুন্দরী কন্যা’ উপন্যাসটি প্রকাশিত হচ্ছে আমাদের সাইটে । লেখা পড়ে ভাল লাগলে আপনাদের মতামত জানতে দ্বিধা করবেন না ।

সুন্দরী কন্যা

আজিজের বাবা আজিজকে ছোট্টবেলাতেই রেখে মারা গিয়েছে ৷ দুই বিঘা সম্পত্তি ছাড়া তেমন কিছুই একটা নেই ৷ সাবালক অবস্থায় মা হারা হয়ে যায় আজিজ ৷ সে একজন সাধারণ গ্রামীণ ছেলে ৷ গ্রামের বাইরে প্রায় মাঠের ধারে দু বিঘা জমি জমি আছে ৷ সেই জমির এক কোণে ছোট্ট একটি কুটির আছে ৷ হ্যাঁ অবশ্য এটা কুটির ছাড়া আর কিছুই নয় ৷ বাঁশ খুঁটি কঞ্চি দিয়ে কুটির ৷ বাড়ির চারিপাশে নিজের জমিতে নানান শাক সব্জী ৷ বাড়ির জন্য ৷ আজিজকে শাক সব্জি কিনতে হয় না ৷ কুটির সহ কুটিরের চারিপাশে শাক সব্জীর জমি তিন কাঠা মত হবে হয়ত ৷ আর সতেরো কাঠা জমি নানান চাষ আবাদ করে ৷ ধান, গম, সরষে ইত্যাদি ৷ কুটিরের পাশেই দশ হাত জায়গায় পুকুর আছে ৷ মাছ চাষ হয় ৷ পুকুরের পাশে বিভিন্ন প্রজাতির নানান ফুলের চাষ ৷ গাঁদা, বেলি, গোলাপ, দোপাটি, চিনিফুল, ইত্যাদি ৷ বাড়ির উঠান দুর্বা ঘাসে পরিপুর্ণ ৷

বাড়ির প্রবেশ পথ একদম দুই ফিট হবে ৷ পথের দুই ধারে গাঁদা ফুলের গাছ ৷ বাড়ির টালিতে শিম ও পুঁই লতায় ছাওয়া ৷ দুই বিঘা জমি কচাগাছ দিয়ে বেড়া দেওয়া ৷ বাইরের ছাগল মুরগি গোরু প্রবেশের কোন সুজোগ নেই ৷ বাড়িটি ছবি তোলার মত ৷ মনে ধরার মত ৷ বিকেলের দিকে মনে হয় স্বর্গ ৷

কিন্তু এই স্বর্গতেই হঠাৎ নেমে এলো দু:খের ছাঁয়া ৷ হঠাৎ করে আজিজের মা স্টোক হয়ে মারা গেলেন ৷ এর আগে থেকে নানান রোগে পরিপূর্ণ ছিল ৷ রক্তচাপ বেশি হত মাঝে মাঝে ৷ তেমন একটা আয় হয় না ৷ গ্রামে তেমন একটা কাজ হয় না, তাই আজিজ রোজগার করবে ৷ পড়াশোনা তেমন একটা করতে পারেনি সে ৷ সেই গ্রামীন স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়তে পড়তেই বাবা ঈশ্বরের দেশে পাড়ি জমায় ৷ বাবার অনুপস্থিতিতেই আর পড়াশোনার সুযোগ করতে পারে নি ৷ সংসারের দায়িত্ব তাঁর ঘাড়ে এসে পড়ে , সেই ছোট্টবেলা থেকেই ৷

আজ প্রায় কুড়ি বছর হবে ৷ মায়ের মৃত্যুতে আজিজ একদম ভেঙ্গে পড়েছে ৷ তাঁর প্রধান ভরসা আর কাকে করবে ৷ কে তাঁকে খোকা বলে ডাকবে ৷ কে তাঁকে পরামর্শ দেবে ৷ সে যে একদম একা হয়ে গেল ৷ ধীরে ধীরে সংসারে হাল সবে ধরছে ৷ মায়ের মৃত্যুর আজ দুইমাস হচ্ছে ৷ নিজেকেই সবকিছু জোগাতে হচ্ছে ৷ রান্না থেকে মাঠের কাজ ৷ কিন্তু সে কি করবে ৷ তাঁর কিছুই করার নেই ৷ গরীব মানুষ ৷ দিন এনে দিন খাঁয় ৷

একদিন মাঠ থেকে এসে দুপুর গড়িয়ে রান্না করতে বসেছে ৷ চুলায় রান্না করছে ৷ দুইমাস থেকে তাঁকেই রান্না ও যাবতীয় সংসারের কাজ করতে হয় ৷ তাঁকে দুমুঠো ভাত রান্না করে দেবার কেউ নেই ৷ তাতে মাঠের এক প্রান্তে বাড়ি ৷ সেখানে তেমন একটা কেউ যায় না, মাঠের কৃষক ছাড়া ৷ আজিজ রান্না বসিয়ে, সব্জী কাটছে, এমন সময় বক্সিগঞ্জের নামকরা ঘটক রহিম সেখ গলা খ্যাকারি দিতে দিতে প্রবেশ করছে ৷

রহিম : কইরে শালা আছিস নাকি ৷ (আসলে আজিজ সম্পর্কে রহিমের চেনাশোনা দাদু হচ্ছে ৷ আর ঘটকদের রসিকতা করতে হয় ৷ তাঁদের মুখে রস না থাকলে বিয়ে টিয়ে ভালো লাগাতে পারবে কি করে ৷ গোমড়া মুখ নিয়ে কি আর ঘটকতালী হয় ৷ ঘটকতালী করে রহিম সেখ কিছু টাকা কড়ি নেই অবশ্য ৷ আর তাছাড়া বুড়ো বয়সে এই কাজ ছাড়া কি আর করবে ৷ ধর্মের কাজ করে ৷ নানান মানুষের সঙ্গে উঠাবসা করতে করতেই চলে যাচ্ছে আর কি ৷)
আজিজ : আরে দাদো যে, তা কি খবর !
রহিম : এই আসলুম, তোর কাছে ৷
আজিজ : এই নাও মাদুরখানিতেই বসো ৷ রহিম সেখ মাদুরেই ধপাস করে বসে পড়েই, ডানদিকে গাঁদা ফুলের গাছের গোড়াতেই পানের পিক ফেলল ৷ গাছের গোঁড়াটি পানের পিকে লাল হয়ে গেল ৷
রহিম : তা বলছিলুম কি যে, আর কতদিন এই হাত পুড়ে রান্না করবি ৷ বিয়ে থা কর ৷
আজিজ : দাদু তুমি কি বলো, আমার মত চাষা ছেলেকে কে বিয়ে করবে শুনি ৷ আর তাছাড়া আমার চাল চুলো কিছুই নেই, আমাকে কোন মেয়ের বাপ বিয়ে দেবে শুনি ৷
রহিম : কে দেবেনা, কে করবে না ওসব আমার উপর ছেড়ে দে ৷ আমাকে পাড়ার আকবর মোল্লা বলল, যে তোর একটা গতিবিধি করে দিই ৷
আজিজ : ওহ আকবর চাচা বলেছে ৷
রহিম : হ্যাঁ, ওর সঙ্গে গতকাল হাটে দেখা হতেই বলেছিল ৷ তা তুই বিয়ে করবি কি বল না ৷ একবার হ্যাঁ বলে দ্যাখ না ৷
আজিজ : দেখো দাদো, আমার সবকিছু দেখে শুনে কেউ যদি বিয়ে করতে চায় তবে করব, তা নাহলে করব না ৷ আর আমি তোমাকে কোন টাকা পয়সা দিতে পারব না ৷ তুমি তো আমার অবস্থা ভালোই জানো ৷
রহিম : সে তোকে ওসব নিয়ে ভাবতে হবে না ৷ তোর বিয়ে বিনা পয়সাতেই লাগাব ৷
আজিজ : তাহলে দ্যাখো, আমার মতো মেয়ে চাই কিন্তু ৷ সাংসারিক ৷ আমি যেমন পরাণ চাষি ৷ আমার দু:খে দু:খি হতে পারে ৷ এখনকার মতো ফ্যাশন নেব না ৷
রহিম : ঠিক আছে, তোর মতোই এনে দেব ৷ ইনশাআল্লাহ ৷ তাহলে আমি উঠলুম রে ৷
আজিজ : আচ্ছা, আসো ৷

আজিজ ছেলে হিসাবে খুবই ভালো ৷ গ্রামে ভালো রিপোর্ট আছে ৷ সৎ ছেলে ৷ কোন ধরণের মিথ্যাচার, চুরি, ধান্দাবাঁজ এসব একদম পছন্দ করে না ৷ কোন স্ট্যাইল নেই ৷ ফ্যাশন নেই ৷ বর্তমানের ছেলে মেয়েদের মতো ছেঁড়া ফাটা কাটা পোষাক পরে না ৷ মোটেই গর্ব নেই ৷ কোন মেয়েদের পিছনে ঘোরে না ৷ আর এমনিতেই কোন মেয়ে তাঁর দিকে তাঁকায় না ৷ তাঁকিয়েই বা কি করবে ৷ কোন স্ট্যাইল নেই, ফ্যাশন নেই , পোষাক পরিচ্ছদ ভালো পরে না ৷ চুলে রঙ অথবা কোন স্ট্যাইলের মর্ডাণ কার্ট নেই ৷ সেই আগেকার গ্রামীন গেঁওদের মতো ঢোলা ঢোলা জামা লুঙ্গি প্যাণ্ট পরে ৷ চুল আঁচড়ানোর কোন ক্যাপাসিটি নেই ৷ একদম আনকালচার্ড পারশন ৷ বর্তমান কোন ছেলেরা এই রকম হলে, কেউ কি বিয়ে থা করবে ৷ কখনোই করতে চাইবে ৷ দরকার হলে জলে ঝাপ দিয়ে মরবে তবুও ভালো ৷ তবে মেয়েরা একদিক থেকে শ্রদ্ধা করে তাঁর ভালো মানুষকতা থেকে ৷ আজিজকে ছোট বড়ো বুড়ো সবাইকে ভালোবাসে, সবার কথা শোনে ৷ উপকার করার চেষ্টা করে ৷ কোন প্রকারের কোন অহংকার নেই তাঁর ৷ সে নিজেকে ছোট আর একা মনে করে ৷ আবার অনেক গ্রামের মানুষ আছে তাঁরা নানান উপহাস করে ৷ কয়েকজন গ্রামের অবস্থাশালী লোক আছে , তিনারা উপহাস করে ৷ দেখতে তেমন একটা পারে না ৷ বদনামও করে ৷

গ্রামের সামাজিক কর্তা ও গন্যমান্য ব্যাক্তি রফিক মল্লিক ৷ এরা পাক্কা শয়তান ৷ শয়তান জেনেও তাঁকে গ্রামের লোকেরা সন্মান করে ৷ গ্রামের যেকোন বড় পদে তাঁকেই দেয় ৷ গ্রামের রাজনৈতিক নেতাও বটে ৷ আজিজের বাবা মরার পিছনে রফিক মল্লিকেরই হাত ছিল বলে মনে করে আজিজের মা ৷ কারণ আজিজের মা জানত যে, গ্রামের ভালো মন্দ নিয়ে নানান সময় কথা কাটাকাটি হত ৷ রফিক লোকটা তেমন একটা ভালো নয় ৷ সে নিজের স্বার্থের জন্য কি না করতে পারে ৷ আজিজের বাবা আসাদুল মাঝ মাঠে খুণ হয়ে পড়েছিল ৷ কেউ তাঁকে খুণ করতে না দেখায় খুণের রহস্য খুঁজে পায় নি ৷ কয়েকবার থানায় তদন্তের জন্য ছুটে গিয়েছিল আজিজের মা, তবুও কোন কিনারা করে নি স্থানীয় পুলিশ ৷ আর কার সঙ্গেই বা লড়বে ৷ লড়েই কি পারবে ৷ টাকা পয়সার সঙ্গে পেরে উঠবে ৷ সেজন্যই জোর দেয় নি ৷ আসাদুল লোকটা ন্যায় পরায়ণ ছিল ৷ নিস্বার্থভাবে মানুষের জন্য লড়াই করতে চাইত ৷ আর তাঁরই ছেলে ছেলে আজিজ ৷

kajal paul

Kajal Paul is one of the Co-Founder and writer at The Ajker News. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.

Recent Posts

আফগানিস্তানের মন্ত্রীদের হত্যা করার চরম হুমকি এল তালিবানদের পক্ষ থেকে

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…

3 years ago

অতিভারি বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বন্যা; মৃতদের পরিবার পিছু ২ লক্ষ করে টাকা ক্ষতিপূরণ ঘোষণা মমতার

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…

3 years ago

চীনকে চাপে ফেলতে মোদীর উদ্যোগ ! চীন সাগরে মোতায়েন হচ্ছে একের পর এক ভারতীয় রণতরী

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…

3 years ago

হাইকোর্টের নির্দেশ; কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে থাকছেন শুভেন্দু অধিকারী

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…

3 years ago

ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা ! কালো পতাকা দেখানো হল অভিষেককে

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…

3 years ago

কাউকে না পেয়ে শেষে ছাগলকেই ধর্ষণ ! পাকিস্তানে অভিযুক্ত পাঁচ

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…

3 years ago