দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বর্তমান কালের একজন তরুণ লেখক এন কে মণ্ডলের লেখনী থেকে এবার প্রকাশিত হতে চলেছে নতুন উপন্যাস ‘সুন্দরী কন্যা’ । উপন্যাসটি বেশ কয়েকটি পর্বে সমাপ্ত । আজ থেকে ধারাবাহিকভাবে ‘সুন্দরী কন্যা’ উপন্যাসটি প্রকাশিত হচ্ছে আমাদের সাইটে । লেখা পড়ে ভাল লাগলে আপনাদের মতামত জানতে দ্বিধা করবেন না ।
সুন্দরী কন্যা (তৃতীয় পর্ব)
বিকেলবেলায় আজিজ জামা প্যাণ্ট পরে বাড়ির উঠোনে দুর্বা ঘাসের উপরে ছোট্ট মাচায় বসে আছে ৷ পাশে রেডিও চলছে ৷ গান হচ্ছে ৷ আজিজের পল্লীগিতী গান খুবই পছন্দ ৷ সেটাই শুনছে ৷ মিডিয়াম ভলিয়মে সাউণ্ড দেওয়া আছে ৷ আজ আজিজকে একদম সুপার লাগছে ৷ শরীরের রঙ কালো হলেও বেশ মানাচ্ছে আজ ৷ শ্যামাবর্ণা ৷ মিডিয়াম পাতলা মোটা ৷ লেডিজ সাইকেলে পাশেই আছে ৷ সকালে সাইকেলটি তেল জল দিয়ে চকচকে করে রেখেছে ৷ প্যাণ্ট শার্ট দুটি গত দু-বছর আগে ঈদে কিনেছিল ৷ সেটাই পরে যাচ্ছে ৷
রহিম এসে ডাক দিতেই রেডিওটি ঘরে রেখে তালা বন্ধ করে চলল ভবানীপুরের উদ্দেশ্যে ৷ হ্যাঁ ভবানীপুরেই মেয়ে দেখতে যাচ্ছে ৷ রহিম সেখ আগে আগে যাচ্ছে ৷ আজিজ পিছনে পিছনে যাচ্ছে ৷ দুইখানা গ্রাম ছেড়ে অবশেষে পৌঁছালো ভবানীপুরে মেয়েপক্ষের বাড়িতে ৷ বাড়িতে তেমন একটা কেউ নেই ৷ দুজন বয়স্ক ব্যক্তি ও একজন মধ্যবয়স্ক লোক ৷ সবই পাড়ার ৷ আগে থেকেই থাকতে বলেছিল মেয়ের দিদিমা ৷ ওরাও গরীব, তবে কিছু দেওয়ার মত সামার্থ্য আছে ৷
রহিম সেখ ও আজিজ টিউবয়েলে হাত মুখ ধুয়ে খাটের উপর উঠে বসলো ৷ কিছুক্ষন পরে এক এক করে চা জল আসলো ৷ কিছুক্ষন পরে মিষ্টি, পরোটা, সব্জী, মাংস ইত্যাদি আসলো ৷ এসব খাওয়ার পরে ফল আসলো ৷ খাওয়া হল ৷ লোকজনের সঙ্গে কথা হচ্ছে মাঝে মধ্যে ৷ অবশ্য ঘটক মশাই বলছে ৷ আজিজ বসেই আছে ৷ ঘটক মশাই বলল, তাহলে মেয়েকে নিয়ে আসুন ৷ দেখা যাক নাকি, কি বলছেন ৷ মধ্যবয়স্ক ব্যক্তিটি আরেকটি ঘরে চলে গেল মেয়েকে নিয়ে আসতে ৷ কয়েক মিনিট পরে মেয়েটি এসে চেয়ারে বসল খাটের সামনে ৷ ঘটক ও আজিজের সামনে ৷ মেয়েটি আজিজকে দেখে নি, মুখ ছাপড়িয়ে আছে ৷ আজিজ দেখতে ভালো পাচ্ছে না মুখটা ৷ ঘটক মুখটা উঁচু করতে বলাতে মুখটা উঁচু করতেই আজিজ চিনতে পারলো ৷ মেয়েটিও দেখতে পেলো আজিজকে ৷ আজিজের চেনা আছে, একদিন দেখা হয়েছিল ৷
প্রায় আজ থেকে তিন চার মাস আগের ঘটনা ৷ আজিজ মাঠ থেকে দুপুর বেলাতে বাড়ির দিকে ফিরছে ৷ মেয়েটি ( আলো) স্কুল থেকে বাড়ি যাচ্ছিলো ৷ মাঠের রাস্তা ৷ কেউ নেই ৷ সাইকেল নিয়ে যেতে অসুবিধে হচ্ছিলো ৷ মাঠের রাস্তা , এখন না হয় লাল মাটির রাস্তা হল ৷ মেয়েটি স্কুল থেকে বাড়ি যাচ্ছিল ৷ তখন মাঝ রাস্তা ৷ বৃষ্টি হচ্ছিল হঠাৎ করেই ৷ ব্যাপক রাস্তায় কাদায় ভরে গেছে ৷ সাইকেল গড়ছিল না ৷ কাদায় সাইকেল লেপ্টে গিয়েছিল ৷ বইখাতা ভিজে জবজবে হয়ে গিয়েছিল ৷ সাইকেল নিয়ে কাঁদছিলো এক প্রকার ৷ আজিজ ব্যাপারটি বুঝতে পেরে মেয়েটিকে বলেছিল ৷ আমি তোমায় সাহায্য করছি বোন তুমি বই খাতা সামলাও ৷ মেয়েটি ( আলো) গাছের তলায় দাঁড়ালো ৷ আজিজ বসে বসে সাইকেলের সমস্ত কাঁদা ছাড়িয়ে মাথায় করে নিয়ে যাবে বলে সিন্ধান্ত নিয়েছে ৷ আফ কিলোমিটার পরেই আবার লাল রাস্তা পাবে ৷ ওখানে সাইকেলে যাওয়া যাবে ৷ আজিজের পাশাপাশি আলো যাচ্ছিলো ৷ তখন আজিজের মাথায় সাইকেল ছিল ৷ ওই সময় আজিজ বলে উঠলো,
আজিজ : বোন একটা কথা বলতে চাই কিছু মনে করবে না তো ৷
মেয়েটি ( আলো) : না বলেন ৷ কোন সমস্যা নেই ৷ আলো মনে মনে ভাবছে, কি বলবে কে জানে ৷ তাঁর কোন ক্ষতি করবে নাতো সে ৷ হঠাৎ করেই আলোর ভঁঁয়ে বুকটা কেঁপে উঠলো ৷ বৃষ্টির মধ্যে সমস্ত শরীরে কাঁটা কাঁটা দিয়ে উঠলো ৷
আজিজ : বোন যদি দয়া করে আমার সামনে এবং পাশে হাটবেন না, আমার পিছনে হাটলে ভালো হয় ৷ আমি খুব উপকৃত হয় ৷
আলো : কারণ জানতে পারি কি, যদি কিছু না মনে করেন ৷
আজিজ : না মানে, দেখুন, আমি তো পুরুষ মানুষ ৷ আপনি পাশে বা সামনে থাকেন তাহলে অনেক কিছু মনে আসতে পারে ৷ ফাঁকা মাঠ ৷ আমি চাই না যে, আমার মনে কোন শয়তান বসবাস করুক ৷
আলো : ঠিক আছে ৷ (চলবে)
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…