দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন । এবারের নির্বাচন অন্যবারের চেয়ে একটু আলাদা । একদিকে এই প্রথমবার বাংলায় বিজেপি ক্ষমতা দখল করার স্বপ্ন দেখছে, অন্যদিকে শাসকদল তৃণমূল মরিয়া হয়ে নিজেদের আসন রক্ষা করতে ব্যস্ত । ফলে বিধানসভা নির্বাচনের আগেই অন্যবারের মত ‘মমতা ক্যারিশ্মমা’ কাজে লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী । মঙ্গলবার কালনা ও বহরমপুরের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ‘পালিয়ে যাওয়া নেতা আমার দলের প্রার্থী হবে না’ ।
এদিন বিশাল জনসভায় মুখ্যমন্ত্রী বিগত বছরগুলিতে তৃণমূল সরকারের একের পর এক সাফল্যের খতিয়ান তুলে ধরেন । তাঁর নিজের ভাষায়, “বিনা পয়সায় খাদ্য দিচ্ছে তৃণমূল সরকার। স্বাস্থ্যসাথী আমরা আগে করে দেখাই। আর বিজেপি বলে করব। কিন্তু করে না। প্রার্থী কে হল বড় কথা নয়। আসল হল সিম্বলটাই। যে দল বদল করে পালিয়ে যাবে তাকে প্রার্থী করব না।”
এদিকে প্রধান বিরোধী দল বিজেপিকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । নিজস্ব বাচন ভঙ্গিতে মুখ্যমন্ত্রী বলেন, “মাথায় তিলক কাটলেই ধর্ম হয় না। আমরা সবাই জগন্নাথ দেবের রথযাত্রায় যাই। আমি নিজে রথ টানি। আমরা সেখানে গিয়ে বলি জয় জগন্নাথ, জয় বলরাম। এখন দেখছি দেবতারা রথে চড়ছেন না। দশতলা রথ এনে, সমস্ত ভোগ করার জিনিস রেখে রথযাত্রার নামে যা খুশি করে বেড়াচ্ছে। বিজেপির আমার উপর খুব রাগ। ওরা চায় যেনতেনপ্রকারেণ ওকে সরিয়ে দাও তাহলে দিল্লি থেকে ক্ষমতা দখল করবে। আমরা জগন্নাথের রথ দেখেছি। তাহলে কি বিজেপি নেতাদের এবার জগন্নাথ বলে পুজো করতে হবে? আমার কৃষ্ণের রথ দেখেছি। এরা কি তাহলে কৃষ্ণ? আর আমরা রাবনের রথ দেখেছি। যুদ্ধের রথ। যাতে করে সীতাকে হরণ করা হয়েছিল। বাবুরা রথ বের করেছে। বিরিয়ানি, পোলাও, খানাপিনা রেখে নেতারা ফূর্তি করছে। আমি সরি, এরা জগন্নাথ দেবের রথকে কালিমালিপ্ত করেছে। ঘরে বসে ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে।”
এদিকে নিজের দল নিয়েও গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, আমি নেতা নই। আমি নিজেকে কর্মী ভাবি। আমি যখন সরকার চালাই নিজেকে মুখ্যমন্ত্রী ভাবি না। সাধারণ মানুষ হিসেবে চালাই। আমি যদি মনে করি আমি একা থাকব আর কেউ থাকবে না সেটা ভুল। তৃণমূল কংগ্রেসের স্বচ্ছতা আছে । যখন টিকিট দেয় তখন মাথা উঁচু করে দেয়।